Home আন্তর্জাতিক প্রায় ১১ বছর পর দক্ষিণ আফ্রিকায় তুষারপাত

প্রায় ১১ বছর পর দক্ষিণ আফ্রিকায় তুষারপাত

দখিনের সময় ডেস্ক:
জোহানেসবার্গসহ দক্ষিণ আফ্রিকার অন্য উঁচু জায়গাগুলো সোমবার(১০ জুলাই) তুষারে ছেয়ে গেছে। ফলে দেশটির আবহাওয়া পরিষেবাগুলো রাস্তা বন্ধ ও বিপজ্জনক ঠাণ্ডা তাপমাত্রার সতর্কতা জারি করেছে। দক্ষিণ আফ্রিকান আবহাওয়া সংস্থার (এসএডাব্লিউএস) একজন জ্যেষ্ঠ পূর্বাভাসক পুসেলেটসো মোফোকেং এএফপিকে বলেন, ‘আমরা সর্বশেষ ২০১২ সালে এ ধরনের আবহাওয়া দেখেছিলাম।’
জোহানেসবার্গের বাসিন্দারা এদিন জেগে উঠে দেখে, তুষারপাতের জন্য তাদের বাড়ির ছাদ ও বাগানগুলো ঢেকে গেছে। শহরের একটি কিন্ডারগার্টেনে শিশুদের স্নোবল তৈরি দেখা যায়। এদের কেউ কেউ জীবনে প্রথমবারের জন্য তুষারপাত দেখছে। মোফোকেং বলেছেন, জোহানেসবার্গের গৌতেং প্রদেশের দক্ষিণ অংশ জুড়ে তুষারপাতের খবর পাওয়া গেছে। এ ছাড়া পূর্ব কেপ ও কোয়াজুলু-নাটাল প্রদেশের উঁচু অঞ্চলগুলোতে সারা দিন ধরে তুষারপাত অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, সেখানে ‘রাস্তা বন্ধ হয়ে যেতে পারে’। জোহানেসবার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৬০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এবং দক্ষিণ গোলার্ধের ঠাণ্ডার শীর্ষে রয়েছে। কিন্তু শহরে তুষারপাত একটি বিরল ঘটনা। ২০১২ সালের আগে ১৯৯৬ সালে সেখানে ভারি তুষারপাত হয়েছিল বলে মোফোকেং জানান।
জোহানেসবার্গের বাসিন্দা লেরাতো মাটেপিস বলেন, ‘অনেক দিন আগে এ রকম হয়েছিল, আমার খুব ভালো লাগছে। এসএডাব্লিউএস সতর্ক করে জানিয়েছে, বরফের তাপমাত্রা এমন একটি দেশে ভবঘুরেদের জন্য ঝুঁকি তৈরি করেছে, যেখানে দারিদ্র্য ব্যাপক। রুক্ষ সমুদ্র ও শক্তিশালী বাতাস দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ছোট জাহাজের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments