Home প্রযুক্তি বিজ্ঞানের অনবদ্য সৃষ্টি থ্রিডি প্রিন্টার

বিজ্ঞানের অনবদ্য সৃষ্টি থ্রিডি প্রিন্টার

দখিনের সময় ডেস্ক:
ধরা যাক, বারান্দায় বসে চা খাওয়ার জন্য আপনার একটি চেয়ার প্রয়োজন। বিষয়টি যদি এমন হয়- চেয়ার কেনার জন্য আপনাকে দোকানে যেতে হবে না, বরং ঘরে বসে প্রিন্ট করেই আসল চেয়ার পেয়ে যাবেন তা হলে কি অবাক হবেন! শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যি। থ্রিডি প্রিন্টারের এ যুগে এসবই সম্ভব।
কল্পনা বা সায়েন্স ফিকশন মনে হলেও বিষয়টি তা নয়। অহরহই এভাবে প্রিন্ট হচ্ছে ঘরের আসবাব থেকে শুরু করে বড় বড় মেশিন। আর এই বিপ্লব ঘটিয়েছে থ্রিডি প্রিন্টার। এটির ক্ষমতা আমাদের শরীরের ক্ষুদ্রতম কোষ থেকে আকাশছোঁয়া ভবন পর্যন্ত; এক কথায় অসীম। সাধারণ কম্পিউটার প্রিন্টিংয়ে কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে। কিন্তু এর সঙ্গে উচ্চতা যোগ করলে তা হয়ে যায় ত্রিমাত্রিক বা থ্রিডি বস্তু। আমাদের চারপাশের জগতের সবকিছুই যেহেতু ত্রিমাত্রিক, সেহেতু সাধারণ প্রিন্টারের বদলে ত্রিমাত্রিক কিংবা থ্রি ডাইমেনশনাল (থ্রিডি) প্রিন্টারে নির্দেশ দিলে আমাদের বাস্তব জগতের যে কোনো বস্তুর হুবহু আদল প্রিন্ট হয়ে যায়।
এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাও আছে। থ্রিডি মুভির পর থ্রিডি প্রিন্টারও এখন প্রযুক্তির উৎকর্ষ সাধনে অন্যতম একটি মাধ্যম। গাড়ি, বাড়ি, এমনকি নদীর ওপর সেতু নির্মাণেও এখন থ্রিডি প্রিন্টার ব্যবহারের চিন্তা করা হচ্ছে। তবে বর্তমানে থ্রিডি প্রিন্টারের যে জৌলুস, তা শুরু হয়েছে অনেক আগেই। প্রায় ৩৫ বছর আগে থ্রিডি প্রিন্টার জাপানের প্রযুক্তি ক্ষেত্রে প্রকাশ হয়। ১৯৮১ সালে জাপানের বিজ্ঞানীরা থ্রিডি প্রিন্টার দিয়ে বিভিন্ন বস্তু প্রিন্ট করে দেখেন। ওই সময় উপাদান হিসেবে তরল ফটোপলিমার ব্যবহার হতো কোনো মডেল তৈরির জন্য। তিন বছর পর ১৯৮৪ সালে বিজ্ঞানী চার্লস হল স্টেরিওলিথোগ্রাফির মাধ্যমে থ্রিডি প্রিন্টারের পরিচয় ঘটান যেখানে ডিজিটাল ডেটা দিয়ে ডিজাইনাররা ইচ্ছামতো মডেলের ডিজাইন করতে পারেন।
চার্লস আবিষ্কৃত থ্রিডি প্রিন্টারে তরল ফটোপলিমারই ব্যবহার হতো। ফটোপলিমার গরম হয়ে ডিজাইনের আকারে প্লাস্টিক তৈরি করত। ১৯৯২ সালে থ্রিডি প্রিন্টারে তরল ফটোপলিমারের বদলে পাউডার ব্যবহার শুরু হয় এবং যে কোনো মডেলের জিনিস প্রিন্ট করা সম্ভব হয়। বর্তমানে সিরামিক, বালু, চিনি, চকলেট ও বিভিন্ন ধাতুও ব্যবহার করা হচ্ছে। ফলে এ দিয়ে যে কোনো আকৃতি, প্রকৃতি ও ডিজাইনের প্রতিকৃতি তৈরি করা সম্ভব। কাক্সিক্ষত বস্তু একেবারে রেডিমেড পাওয়ায় এতে আলাদা করে কাটাছেঁড়া, ড্রিল ইত্যাদির দরকার পড়ে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ

দখিনের সময় ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে ৩৫ ও কোটার ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল...

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

Recent Comments