Home বরিশাল বাউফলে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

বাউফলে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার,  বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কলেজ ছাত্র হৃদয় কবিরাজ (২২) এর হত্যাকারী জাফরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১২ টায়নিহতের পরিবার ও এলাকাবাসী একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বাউফল রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে শুরুকরে বাউফল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাউফল প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনে সমাবেত হয়। এসময় মানব বন্ধনে অংশ নেন পরিবারের সদস্যরাসহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ। মানববন্ধন থেকে নিহত হৃদয়ের বাবা হরেন্দ্র কবিরাজ খুনি জাফরের ফাঁসি চান, এবং বলেন তার মত যেন আর কাউকে পুত্র সন্তান ছাড়া না হতে হয়। এসময় আরও বক্তব্য রাখের নিহত হৃদয়ের মা নমিতা রানী ও বোন অনামিকা কবিরাজ, সজল চন্দ্র শীল, সহ তার বন্ধু মহল।
প্রসঙ্গত, নিখোঁজের ১৭ দিন পর গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার বাউফল-দাসপাড়া খালের খেজুরবাড়ীয়া এলাকা থেকে মোটরসাইকেল এবং শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাশাপাশি স্থান থেকে নিহত কলেজ ছাত্র হৃদয় কবিরাজের লাশ উদ্ধার করে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় ঘাতক জাফর খাঁনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। জাফর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া এলাকার (৩ নং ওয়ার্ড) মো. হাসেম খানের ছেলে।
আসামি জাফরের দেয়া তথ্যমতে, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে জাফর ও হৃদয় কবিরাজের দ্বন্দ্ব শুরু হয়। গত ১১ জুলাই রাতে বন্ধুরূপী জাফর খাঁন হৃদয় কবিরাজকে খেজুরবাড়িয়া একটি নির্জন এলাকায় ডেকে নেন। সেখানে নেশাদ্রব্য পান করিয়ে তার পেটের নিচের অংশে ও লজ্জাস্থানে আঘাত করে হত্যা করেন জাফর। এরপর পাশের খালে ফেলে টেনে জনমানবহীন একটি স্থানে কচুরিপানার নিচে ঢেকে রাখে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি একটু দূরে একই খালে ফেলে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments