দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বা ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কী বলল, তা নিয়ে মাথা ঘামাই না। জনগণ যা চায়, বিএনপি তা-ই করে।’ শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী জোবায়দা রহমানের সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
অবিলম্বে বিএনপি নেতাদের নামে করা মামলার রায় প্রত্যাহার করতে প্রতিবাদ সমাবেশে দাবি জানান দলটির নেতারা। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা। বিকেল ৩ টায় সমাবেশ শুরুর কথা থাকলেও আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন তাঁরা। হাঁটু সমান পানিতে দাঁড়িয়েই কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁদের দাবি, ক্ষমতা ধরে রাখতে আদালতকে ব্যবহার করছে সরকার। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর কোনো বিকল্প নেই।’ দাবি আদায়ের আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
Post Views:
69