Home অন্যান্য হিরো আলমকে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন ডিবির হারুন

হিরো আলমকে আদালতে যাওয়ার পরামর্শ দিলেন ডিবির হারুন

দখিনের সময় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তার এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে মানহানির মামলার জন্য আদালতে যাওয়ার পরমর্শ দিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ রোববার দুপুর ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। পরে দুপুর আড়াইটার দিকে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন অর রশীদ।
ডিবির এই কর্মকর্তা বলেন, আজকে হিরো আলম অভিযোগ করলেন, তাকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী; উনি নাকি তাকে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। আমাদের সাইবার ইউনিট নর্থ তার আবেদন গ্রহণ করেছেন। আবেদন গ্রহণ করে আমার কাছে নিয়ে এসেছেন। আমি যেটা দেখলাম, তাকে যে কথাগুলো বলছে, তা মানহানিকর বিষয়। সেই (হিরো আলম) বলছে, “আমাকে মানহানি করেছে।” আমাদের ডিবিতে মানহানির কোনো মামলা হয় না। মানহানির মামলা হয় কোর্টে। এ কারণে আমরা হিরো আলমকে রিকোয়েস্ট করেছি যে, এটা তো থানাতে বা ডিবিতে মামলা করা যাবে না। যেহেতু আপনাকে বিক্রিত, রুচিহীন, পাগল বলেছে, আমার মনে হচ্ছে, আপনি কোর্টে যেতে পারেন। সে আমাদের কাছে যে আবেদন করেছে, আমরা আবেদনটি রেখেছি এবং হিরো আলমকে বলেছি, সিএমএম কোর্টে চলে যান। সেখানে একজন আইনজীবীর সাহায্য নেন। আর মানহানির যদি মামলা করতে চান, তাহলে সেখানে মামলা করতে পারেন।’
প্রাথমিক পর্যায়ে আপনার কাছে কী মনে হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে ডিবির হারুন বলেন, ‘গতকাল থেকে আমরা ইউটিউবে দেখছি, বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, যেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। যেখানে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন, সে আলোকেই তিনি আমাদের সাইবার ইউনিটে আসছিল। যেহেতু তার নামে অপপ্রচার হয়েছে, বলছেন তাই তাকে কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments