Home চাকরির খবর জনবল নিয়োগ দেবে বিজিবি

জনবল নিয়োগ দেবে বিজিবি

দখিনের সময় ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ বাহিনীতে ১৮ ক্যাটাগরির বেসামরিক পদে ১৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম : অফিস সহকারী (পুরুষ)।
পদসংখ্যা : ৬। শিক্ষাগত যোগ্যতা : অন্যূন জিপিএ-২.৫০সহ এইচএসসি বা সমমান এবং জিপিএ-৩.০০সহ এসএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২. পদের নাম : কমিউনিকেশন টেকনিশিয়ান (পুরুষ)।
পদসংখ্যা : ৬। শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার বা ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিসহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. পদের নাম : সহকারী কিউরেটর (পুরুষ)।
পদসংখ্যা : ১। শিক্ষাগত যোগ্যতা : অন্যূন জিপিএ-২.৫০সহ এইচএসসি বা সমমান এবং জিপিএ-৩.০০সহ এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. পদের নাম : ড্রাফটসম্যান (পুরুষ)।
পদসংখ্যা : ১৩। শিক্ষাগত যোগ্যতা : অন্যূন জিপিএ-৩.০০সহ এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম : যানবাহনচালক (পুরুষ, ল্যান্স নায়েক সমমান)।
পদসংখ্যা : ২। শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা।
এছাড়া আরও বিভিন্ন পদে নিয়োগ দেবে বিজিবি।
বয়সসীমা : ২০২৩ সালের ১ অক্টোবর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে করবেন : আগ্রহী প্রার্থীদের যে কোনো টেলিটক মোবাইল ফোন থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ট্রেড কোড, এইচএসসি এবং এসএসসির বোর্ড কোড, নিজ জেলা, উপজেলার নাম ও বীর মুক্তিযোদ্ধার কোড ব্যবহার করে ইংরেজিতে এসএমএস পাঠিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বিজিবির ওয়েবসাইটে জানা যাবে। এসএমএস সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোনো মোবাইল ফোন থেকে ০১৭৬৯-৬০০৮৯৮ নম্বরে অথবা টেলিটক মোবাইল ফোন থেকে ১২১ নম্বরে কল করা যাবে।
আবেদন ফি : যোগ্য প্রার্থীদের পিন নম্বর পাওয়ার পর আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২১০ টাকা, ৬ থেকে ১৮ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১০ টাকা টেলিটক মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় : ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments