Home বরিশাল ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক শিশুকে হত্যায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো—নবগ্রাম রোড এলাকার মতিয়ার রহমান খানের ছেলে শাহারিয়া খান ওরফে শাকিল (২৭), একই এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে ইমাম হোসেন হাওলাদার (২৪) ও মৃত আজিজ খানের ছেলে বাছেত খান ওরফে বাঘা (৪৮)। এর মধ্যে শাকিল ও ইমাম হোসেন আদালতে উপস্থিত ছিল। বাছেত খান পলাতক রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটি (৯) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল।
মামলার নথির বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফয়েজুল হক ফয়েজ বলেন, ‘২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় শিশুটি তার বাবাকে খুঁজতে বের হয়। শাকিল শিশুটিকে কৌশলে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শাকিল, ইমাম হোসেন ও বাছেত শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শ্বাসরোধে হত্যা করে নগরীর খান সড়কের পাশের ডোবায় ফেলে দেয়। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর শিশুটির বাবা অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করতে গিয়ে তিন জনের সংশ্লিষ্টতা পান মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার এসআই মশিউর রহমান। পরে তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক। সেইসঙ্গে পলাতক বাছেত খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

Recent Comments