Home শীর্ষ খবর ষড়যন্ত্রের পর্দা সরেনি

ষড়যন্ত্রের পর্দা সরেনি

বিশেষ প্রতিনিধি॥
বঙ্গবন্ধুকে সপরিবারে  হত্যাকান্ডের উপর থেকে এখনো  ষড়যন্ত্রের পর্দা সরেনি। বেশকিছু রাজনীতিক যে এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল সে বিষয়গুলো বিচার কাজ শেষ হওয়ার পরও অনেকটা অস্পষ্ট রয়ে গেছে। এ হত্যাকা-ের যে দুটি দিক- একটা অভ্যন্তরীণ রাজনীতি ও আরেকটি আন্তর্জাতিক চক্রান্ত, যার কোনোটাই আজ পর্যন্ত স্পষ্টভাবে উঠে আসেনি। দেশের প্রচলিত আইনে আর দশটা হত্যাকা-ের বিচার যেভাবে হয়ে থাকে, সেভাবেই বঙ্গবন্ধু হত্যাকা-েরও বিচার হয়েছে।
এদিকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিচার কাজ শেষ হলেও মৃত্যুদ- প্রাপ্তদের অনেকেই এখনও রয়ে গেছে দেশের বাইরে। সংঘটনের প্রায় ৩৫ বছর পর এই জঘন্য হত্যাকা-ের জন্য সরাসরি জড়িত সাবেক সেনাসদস্যদের দ- দেয়া হলেও বেসামরিক কোনো ব্যক্তির বিচার হতে দেখা যায়নি। বিশ্লেষকরা একমত যে, এটি নিছক হত্যাকা- নয়, বরং এর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল। হত্যা মামলার রায়েও রাজনৈতিক ষড়যন্ত্রের কথা সংক্ষিপ্ত আকারে উল্লেখ রয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে গঠিত সরকার হত্যাকারীদের বিচার না করার বিধান রেখে জারি করে দায়মুক্তি অধ্যাদেশ। দুই দশকেরও পর ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই হত্যাকা-ের বিচার শুরু হয় এবং এর চূড়ান্ত রায়ে ১২ জনকে মৃত্যুদ-াদেশ দেওয়া হয়। দ-প্রাপ্ত এই ১২ জনের সবাই তৎকালীন মধ্যম সারির সেনাকর্মকর্তা যারা সরাসরি হত্যাকা- এবং পরিকল্পনায় অংশ নিয়েছিল।
এই হত্যাকান্ডের যে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং বেশকিছু রাজনীতিক যে এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল সে বিষয়গুলো বিচারকাজ শেষ হওয়ার পরও অনেকটা অস্পষ্ট রয়ে গেছে। এ হত্যাকা-ের যে দুটি দিক- একটা অভ্যন্তরীণ রাজনীতি ও আরেকটি আন্তর্জাতিক চক্রান্ত, যার কোনোটাই অদ্যাবধি স্পষ্টভাবে এই বিচারে উঠে আসেনি। দেশের প্রচলিত আইনে আর দশটা হত্যাকা-ের বিচার যেভাবে হয়ে থাকে, সেভাবেই বঙ্গবন্ধু হত্যাকা-েরও বিচার হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments