Home খেলাধূলা নেইমারকে পেতে পিএসজির সঙ্গে সমঝোতায় আল হিলাল

নেইমারকে পেতে পিএসজির সঙ্গে সমঝোতায় আল হিলাল

দখিনের সময় ডেস্ক:
বড় বড় তারকাদের ধরে রেখে ‘তারকার হাট’ বানানোর যে পরিকল্পনা, তা থেকে সরে এসেছে পিএসজি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে ত্রয়ীকে নিয়ে বিশ্বের সেরা আক্রমণভাগ গড়েও অধরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারেনি দলটি। যার ফলে একে একে তারকা ফু্টবলারদের ছেড়ে দিচ্ছে ফরাসি ক্লাবটি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পর এবার ক্লাব ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
নতুন গন্তব্য হিসেবে সৌদি ক্লাব আল হিলালে যেতে পারেন এই ৩১ বছর বয়সী তারকা। সোমবার (১৪ আগস্ট) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের চুক্তিতে আল হিলালে যেতে পারেন নেইমার। এরমধ্যে তার দলবদল নিয়ে আল হিলাল কর্তৃপক্ষ ও পিএসজি সম্মতি জানিয়েছে। এখন শুধু নেইমারের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করার অপেক্ষা।
ইএসপিএনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আল হিলালের সঙ্গে চুক্তিতে ব্যক্তিগত শর্তাবলী নিয়ে সম্মতি জানিয়েছেন নেইমার। এখন দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিতে পারেন তিনি। নেইমার চাইলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন। পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পান নেইমার। আল হিলালে মৌসুমপ্রতি ১৬ কোটি ইউরো পেতে পারেন, এমন তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
দলবদল নিয়ে জনপ্রিয় ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে চুক্তি করতে পারেন নেইমার। খুব দ্রুতই সৌদিতে যাবেন ব্রাজিল তারকা এবং ২-১ দিনের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাওয়ার কথা তার। পিএসজিতে ১১ নম্বর জার্সি পেলেও আল হিলালে ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন নেইমার। এই সপ্তাহের শেষে তাকে আনুষ্ঠানিকভাবে আল হিলালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে।
পিএসজিতে ১৭৩ ম্যাচ ১১৮ গোল করেছেন নেইমার। জিতেছেন ১৩টি শিরোপা। পাঁচবার জিতেছেন লিগ আঁ, ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও উঠেছেন। তবে শিরোপা জিততে পারেননি। এর আগে, ২০১৭ সালে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে এনেছিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগ জয় মূল উদ্দেশ্য হলেও নেইমারকে সঙ্গে নিয়ে পিএসজি সে অভিযানে সফল হতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments