Home শীর্ষ খবর মা যেন দুঃখ ভোগ করতেই পৃথিবীতে এসেছিলেন

মা যেন দুঃখ ভোগ করতেই পৃথিবীতে এসেছিলেন

মা’র স্মৃতি সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে শেখ রেহানার চোখে শোকের প্রগাঢ় ছায়া নেমে আসে। ছলছল হয়ে ওঠে দু চোখ। দু-তিন মিনিট কোনো কথা বলতে পারেননি। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলেন, “মা যেন সারাজীবন দুঃখ ভোগ করতেই পৃথিবীতে এসেছিলেন। তিনি ছিলেন ধীরস্থির ও খুব শান্ত প্রকৃতির। তাঁর মতো আর কাউকে দেখি না।

ছোটবেলায় মা-বাবা হারিয়ে মা স্বাভাবিক কারণেই দুঃখ-কষ্টের মধ্যে মানুষ হয়েছেন। বুদ্ধি হওয়ার পর দেখেছি স্বাধীনতার আগ পর্যন্ত বেশিরভাগ সময় বাবা ছিলেন জেলে। মাকেই সবকিছু সামলাতে হয়েছে। সংসার, আমাদের লেখাপড়া থেকে দল ঠিক রাখা পর্যন্ত- সবকিছুই মাকে করতে হয়েছে। কিন্তু কখনো তাঁকে অধৈর্য হতে দেখিনি। তখন পলিটিকসের কিছুই বুঝি না। হাসিনা আপাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পাকিস্তান আমলে কর্তৃপক্ষ রাজি ছিল না। ওদিকে বড় ভাইকে (শেখ কামাল) ঢাকা কলেজে ভর্তি হতে দেওয়া হচ্ছিল না। এ ব্যাপারে নাকি গভর্নর মোনায়েম খানের কড়া নিষেধ ছিল। এসব ঝামেলা মাকেই মোকাবিলা করতে হয়েছে।”

১৯৮৭ সালের ৩ মার্চ নেওয়া সাক্ষাৎকার থেকে উদ্ধৃত করা যাক: “মা কখনোই আব্বার রাজনীতি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। মা না চাইলে বাবার পক্ষে রাজনীতি করা সম্ভব হতো কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। শত ঝামেলা এবং দুঃখ-কষ্ট সত্ত্বেও মা সব সময় রাজনীতিতে বাবাকে অনুপ্রেরণা দিয়েছেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে মা’র ইতিবাচক সমর্থন ছিল। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার সময় অনেকেই বাবাকে প্যারোলে মুক্তি নিয়ে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে যাওয়ার জন্য বলেছিলেন। কিন্তু মা বিরোধিতা করেছেন প্রচ-ভাবে। মাকে আব্বার কাছাকাছি যেতে দেওয়া হয়নি। মা চিৎকার করে আব্বাকে বলেছিলেন, তুমি প্যারোলে যাবে না; গেলে বাঙালিদের সাথে বেঈমানী করা হবে। মা’র সম্পর্কে কেউ জানে না, লেখে না। লিখলে অনেক অজানা কথা মানুষ জানতে পারতো।”

দাদা-দাদীর স্মৃতিচারণ বাদে সাক্ষাৎকারের বাকি সময় শেখ রেহানার পুরোটাই জুড়ে ছিল বেদনার প্রকাশ। কথায় কথায় শেখ রেহানার চোখ আবারও ছলছল করে উঠল। বড় ফোঁটার অশ্রু ঝড়ে পড়ে। এতক্ষণ কথা বলার সময় শিশুকন্যা টিউলিপ বেশ কয়েকবার এসেছে এটাওটা জিজ্ঞেস করতে। শেখ রেহানা একটু আদর করে প্রতিবারই ভিতরে গিয়ে খেলতে বলেছেন মেয়েকে। কিন্তু এবার তিনি মেয়েকে কোলে টেনে নিলেন। অবুঝ শিশুকে অবলম্বন হিসেবে আঁকড়ে ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, “মা বোধহয় বুঝতে পেরেছিলেন। মা প্রায়ই বলতেন, আমার কিছু ভালো লাগে না; কি যেন একটা ঘটবে। হয়তো এ জন্যই তিনি আমাকে বিদেশে যেতে দিয়েছিলেন। তাই আমাকে আজ এই দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে।” শেখ রেহানা আবার মায়ের কথায় ফিরে এলেন, “প্রকৃতপক্ষে পুরো সংসারের বোঝা ছিল মা’র ওপর। আমাদের শাসন করার দায়িত্বও ছিল তাঁর ওপর। কিন্তু তবুও তিনি ছিলেন বন্ধুর মতো। খাবার সময় কতদিন গল্প শুনতে শুনতে হাতের ভাত শুকিয়ে যেত।”

মার স্মৃতিচারণ করতে করতে শেখ রেহানা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, তাঁকে আর প্রশ্ন করা সম্ভব হচ্ছিল না। শোভনও ছিল না। তাই পরিস্থিতি কিছুটা হালকা করার জন্য সন্দ্বীপ চিত্রগ্রাহক ফরিদ বাশার স্বামী-সন্তানসহ শেখ রেহানার কয়েকটি ছবি তোলেন।

# আগামী কাল চর্তুথ পর্ব, “রাসেল ছিল সবার আদরের”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments