Home শীর্ষ খবর পানি সংকটে বিশ্বের ২৫ শতাংশ মানুষ

পানি সংকটে বিশ্বের ২৫ শতাংশ মানুষ

দখিনের সময় ডেস্ক:
বর্তমানে বিশ্বে দিনের পর দিন বেড়েই চলছে পানির সংকট। জলবায়ু পরিবর্তনের কারণে নানা সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে এর মধ্যে অন্যতম হচ্ছে সুপেয় ও ব্যবহারযোগ্য পানি। এবার নতুন করে জানা গেল বিশ্বে ২৫ শতাংশ মানুষ পানি সংকটের মধ্যে রয়েছে।
নতুন এই তথ্য তুলে ধরেছে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই)। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেন। গতকাল বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ১৯৬০ সালে পানির যে পরিমাণ চাহিদা ছিল, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ডব্লিউআরআই খাদ্য, বন, পানি, জ্বালানি, শহর ও জলবায়ু নিয়ে কাজ করে থাকে।
প্রতিবেদনেটিতে বলা হয়েছে, এখন যে সংখ্যক মানুষ পানির সংকটে রয়েছেন, ২০৫০ সাল নাগাদ এর সঙ্গে আরও ১০০ কোটি মানুষ যুক্ত হবেন। বিশ্বে এখন ৮০০ কোটি মানুষের বসবাস। বর্তমানে ২০০ কোটি মানুষ পানিসংকটে রয়েছেন। আর ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে হবে ৩০০ কোটি। প্রতিবেদনে আরও বলা হয়, পানির চরম সংকটে থাকা মানুষ বলতে এমন মানুষদের বোঝানো হয়েছে, যাদের মোট চাহিদার ৮০ শতাংশ পানি আসে পরিশোধিত উৎস থেকে। অর্থাৎ ব্যবহৃত পানি আবারও ব্যবহার উপযোগী করে তারা কাজে লাগিয়ে থাকেন।
জানা গেছে, পৃথিবীর দুটি অঞ্চলের মানুষ বেশি পানির সংকটে রয়েছেন। এই দুটি অঞ্চল হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা পাঁচটি দেশ হলো বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। এ ছাড়াও জুঁকিতে থাকা আরও দেশ হলো সৌদি আরব, চিলি, স্যান ম্যারিনো, বেলজিয়াম ও গ্রিস।
প্রতিবেদনটির লেখক ও ডব্লিউআরআইয়ের পানি কর্মসূচির প্রধান সামান্থা কুজমা বলেন, ‘পানি বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ। তবে আমরা ঠিকভাবে এই সম্পদের ব্যবস্থাপনা করতে পারিনি। যাতে বোঝা যাবে যে এটি গুরুত্বপূর্ণ সম্পদ।’তিনি বলেন, ‘আমি ১০ বছর ধরেই পানি নিয়ে গভীরবভাবে কাজ করছি। তবে হতাশার বিষয় হলো, ১০ বছর ধরেই আমি এই অবস্থাই দেখে আসছি। কোনো পরবির্তন হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments