Home শীর্ষ খবর দুর্বিসহ প্রবাস জীবন 

দুর্বিসহ প্রবাস জীবন 

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার প্রবাস জীবন কেটেছে দুর্বিসহ। প্রবাস জীবনের মধ্যে দেড় বছর তিনি ছিলেন দিল্লিতে। সারাক্ষণ প্রায় একাএকা তাঁকে ঘরে থাকতে হতো। অনেকটা বন্দির মতো। নিরাপত্তার জন্য খোলামেলা চলাফেরা সম্ভব ছিল না।
দুর্বিষহ স্মৃতি নিয়ে দিন কাটাবার ফলে শেখ রেহানা মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থা থেকে মুক্তির জন্য এবং পড়াশুনা চালিয়ে যাওয়ার মনস্থির করেন। শান্তিনিকেতনে ভর্তিরও ব্যবস্থা হলো। কিন্তু শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত বাতিল করতে হয়। কারণ পশ্চিমবঙ্গ সরকার তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন। ফলে শেখ রেহানাকে ঘরেই থাকতে হয়েছে।
বঙ্গবন্ধুর ফুপাতো ভাই মোমিনুল হক ওরফে খোকা ১৯৭৭ সালে দিল্লি গিয়ে শেখ রেহানার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। পরে তাঁকে লন্ডনে নিয়ে যান। সেখানে তাঁকে কলেজে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে ১৯৮৭ সালের ৩ মার্চ নেয়া সাক্ষাৎকারে শেখ রেহানা বলেন, “খোকা চাচা লন্ডনে কাজে গিয়েছিলেন এবং ১৫ আগস্টের ঘটনার পর দেশে না ফেরার সিদ্ধান্ত নেন। তার আর্থিক অবস্থা ভালো ছিল না। তাঁর ওপর থাকা-খাওয়া এবং পড়ালেখার খরচ চালাতে বিবেকে বাধছিল। তাই একটা পার্টটাইম চাকরি খুঁজছিলাম। চাকরিও পেলাম।”
শেখ রেহানার বিয়ে হয় ১৯৭৭ সালে। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ রেহানা জানান: “আমার স্বামী তখন ওখানে পড়াশুনা করেছিলেন। পারিবারিকভাবে ওর সাথে আমার বিয়ের কথাবার্তা বাবা-মা বেঁচে থাকতেই চলছিল। অথচ আমার যখন বিয়ে হলো, মা-বাবা বেঁচে নেই। নিয়ম হলো, মা-বাবা কন্যা সম্প্রদান করেন, কিন্তু আমার কপালে তা লেখা ছিল না।”
# আগামী কাল অস্টম পর্ব: “ রাজনীতি না করায় নালিশ আসত”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments