Home শীর্ষ খবর কুখ্যাত ফু-ওয়াং ক্লাবের ইডি মাদকের সাবেক ডিজি

কুখ্যাত ফু-ওয়াং ক্লাবের ইডি মাদকের সাবেক ডিজি

আলম রায়হান:
ক্লাবের ছদ্মাবরনে জুয়া-মদ-নারী ব্যবসার জন্য কুখ্যাত ফু-ওয়াং ক্লাব। অবৈধ মাদক ব্যবসা এবং ক্যাসিনো পরিচালনার অভিযোগে ফু-ওয়াং ক্লাবে র‌্যাব-পুলিশ-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একাধিকবার অভিযান চালিয়েছে। তবে এসব অভিযানে অবৈধ কার্যক্রম থেমে থাকেনি অথবা ফু-ওয়াং ক্লাব বন্ধ হয়ে যায়নি। কিন্তু পিলে চমকানো খবর হচ্ছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাবেক এক মহা-পরিচালক(ডিজি) এই ফু-ওয়াং ক্লাবের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে যোগদান করেছেন।
ওপেন সিক্রেট, ফু-ওয়াং ক্লাবে সারারাত চলে তথাকথিত ডিসকো, মদ্যপান ও অন্যান্য অসামাজিক কার্যক্রম। অনেকেই বলেন, ফু-ওয়াং ক্লাব চলে অদৃশ্য এশাধিক খুঁটির জোরে। এরপরও মাঝেমধ্যে এখানে অভিযান চলে। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও একবার এই ফু-ওয়াং ক্লাব থেকে কিছু তরুন-তরুনীকে মদ্যপ অবস্থায় আটক করেছিলো পুলিশ। এ খবর ছবিসহ প্রকাশিতও হয়েছে।
কথিত এই ক্লাবটি ঘিরে সবচেয়ে মজার ঘটনা ঘটে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। প্রথম দফায় ২৩ সেপ্টেম্বর কয়েক দফায় পুলিশী অভিযানে অবৈধ কিছুই পাওয়া যায়নি। কিন্তু এর ঠিক তিনদিনের মাথায় র‌্যাবের অভিযানে পাওয়াগেলো বিপুল পরিমাণ মদ, বিয়ার আর আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট। র‌্যাব জানায়, অভিযানে ক্লাবটির ভেতর থেকে দুই হাজার দুই’শ বোতল বিদেশি মদ ও দশ হাজারের উপরে অনুমোদহীন বিয়ার পাওয়া গেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটি সিলগালা করা ছাড়াও আটক করা হয় ৩ কর্মচারীকে। আটক তিনজন ও ক্লাবের মালিকের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছিলো বলে জানা যায়। কিন্তু এই সব অভিযান ও মামলায় যে কোন ফলোদয় হয় না- তা সাধারণভাবেই জানা কথা। কিন্তু যা অনেকেরই অজানা তা হচ্ছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাবেক এক মহাপরিচালক ফু-ওয়াং ক্লাবের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করার বিষয়টি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উল্লেখিত সাবেক মহা-পরিচালকের সঙ্গে আজ বুধবার (২৩ আগস্ট) রাত পোনে আটটার দিকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সরাসরি অস্বীকার করেন। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমাকে কেউ ফু-ওয়াং ক্লাবের আশেপাশেও দেখেছে?’ তার ভাষ্যমতে তিনি, কোন রকমের চাকরির সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি আন্তর্জাতিক সংস্থায় চাকরির প্রস্তবাও গ্রহণ করেননি বলে দাবি করেন মাদকের সাবেক এই মহা-পরিচালক।
এদিকে সূত্র বলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের মহাপরিচালক থাকাকালেই সরকারি এই উচ্চপদস্থ কর্মকর্তা ফু-ওয়াং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এই সম্পৃক্ততার সুবাধে তিনি মাদক মাফিয়াদের ‘মুরব্বী’ হিসেবে পরিচিতি লাভ করেন। পাশাপাশি বিপুল অর্থের মালিক হন। এদিকে অধিদফতরের ছোটখাটো অনিয়ম থেকে নিজেকে তিনি দূরে রেখেছেন। ফলে তার এক ধরনের সুনামের ভাবমূর্তি সৃষ্টি হয়েছিলো। এই সুনামের আড়ালে তিনি মাদক কারবারীদের গোপনে সহায়তা করেছেন।
তবে এই বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে শেষপর্যন্ত আর গোপন থাকেনি বলে সূত্র জানিয়েছে। ফলে তাকে সচিবের স্টাটাস দেয়া হলেও সচিবের পদে বসানো হয়নি। বরং সচিবের পদমর্যাদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহা-পরিচালকের পদ থেকেই সরকারি চাকরি থেকে অবসরে যেতে হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাবেক এই মহা-পরিচালককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments