Home শীর্ষ খবর জট খুলতে শুরু করেছে কিশোর নুরনবী হত্যা মামলার, পুলিশের গাফিলতির অভিযোগ

জট খুলতে শুরু করেছে কিশোর নুরনবী হত্যা মামলার, পুলিশের গাফিলতির অভিযোগ

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিখোঁজ কিশোর নুর নবী (১৪) হত্যা মামলার জট খুলতে শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত হোসেন নামে ১৬ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি ঘটনার দায় স্বীকার করে কামরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের জড়িত থাকার কথা বলেছে। এছাড়া গ্রেপ্তারের পর অভিযুক্ত হোসেন তদন্ত সংশ্লিষ্টদের জানিয়েছেন নুর নবীকে হত্যাকাণ্ডের নেপথ্যের কাহিনী।
এদিকে, নুর নবী হত্যাকাণ্ডের কারণ যতই স্পষ্ট হচ্ছে, ততই রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের গাফিলতি ভুল কৌশলের অভিযোগ তোরা হয়েছে। নুর নবী নিখোঁজের পর থেকে থানা পুলিশ তাকে উদ্ধারে যথেষ্ট তৎপরতা চালায়নি। তাদের মধ্যে এক ধরনের গা-ছাড়া ভাব ছিল। কয়েকদিন সময় পাওয়ার পরও পুলিশ অপহরণকারীদের ভুল কৌশল প্রয়োগ করেছে। জানা গেছে, অভিযুক্তরা নুর নবীকে অপহরণের পর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এই টাকা পরিশোধের জন্য একটি বিকাশ পার্সোনাল নম্বর প্রদান করে।
এসময় অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের লোকজনকে ওই বিকাশ নম্বরে ফোন করতে নিষেধ করেছে এবং দ্রুত টাকা পাঠাতে বলে। তবে ভুক্তভোগীর পরিবার আগে টাকা না পাঠিয়ে পুলিশের কথা মতো বিকাশ নম্বরটি তাদের পাঠাতে বলে। বিকাশ পার্সোনাল নম্বর পেয়ে পুলিশ ওই নম্বরে ফোন করে টাকা পাঠানোর জন্য আরেকটি এজেন্ট নম্বর দিতে বলে। পুলিশের ধারণা ছিল এজেন্ট নম্বর হলে দোকানের অবস্থান নিশ্চিত হলে টাকা উঠানোর সময় অভিযুক্তদের গ্রেপ্তার করা যাবে। কিন্তু সহজ এই কৌশলের প্রয়োগ করতে গিয়ে কাল হলো নুর নবীর। অভিযুক্তরা মুক্তিপণ আদায়ের আশা ছেড়ে দিয়ে ভুক্তভোগীকে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যখনই পুলিশ বিকাশ পার্সোনাল নম্বর পেয়েছে তখনই ওই নম্বরের অবস্থান চট্টগ্রামে শনাক্ত করতে পেরেছিল যাত্রাবাড়ী থানা পুলিশ। এক্ষেত্রে দ্রুত তারা চট্টগ্রামের স্থানীয় থানাকে জানাতে পারত। আর স্থানীয় থানা কয়েকটি টিম নিয়ে অভিযান চালাতে পারত। কিন্তু যাত্রাবাড়ী থানা বিষয়টি চট্টগ্রামের পুলিশকে অবহিত করেনি। আর ৫০ হাজার টাকা মুক্তিপণ পেলেও অভিযুক্তরা নুর নবীকে হত্যা করত না বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments