Home আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকায় বন্দুকযুদ্ধে ১৮ ডাকাত নিহত

দক্ষিণ আফ্রিকায় বন্দুকযুদ্ধে ১৮ ডাকাত নিহত

দখিনের সময় ডেস্ক:
পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই নারীসহ ১৮জন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের গ্রামীণ অঞ্চলে । ধারণা করা হচ্ছে, তাঁরা ছিনতাইকারী গ্যাংয়ের সদস্য। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, একটি ভবনের কাছে ছিনকারীরা ছিল। গতকাল শুক্রবার সেখানে পুলিশ কর্মকর্তারা গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ১৮জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পৃথক স্থান থেকে সন্দেহভাজন আরও চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, লিম্পোপো প্রদেশের মাখাদো পৌরসভায় গোলাগুলির ঘটনাস্থলে পুলিশের জাতীয় কমিশনার, ডেপুটি কমিশনার এবং অভিজাত হকস ইউনিটের প্রধান সহ তাদের শীর্ষ কর্মকর্তারা ছিলেন। পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে এক বিবৃতিতে বলেন, ঘটনাস্থল থেকে সাতটি স্বয়ংক্রিয় রাইফেল ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্পোর্টস কারসহ ১০টি গাড়ি জব্দ করা হয়েছে।
নগদ অর্থ পরিবহনের গাড়ি চুরি দক্ষিণ আফ্রিকায় একটি সাধারণ ঘটনা। দেশটিতে প্রায়ই ডাকাত সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে গাড়ি লুট করে। গতকাল যাদের সঙ্গে পুলিশর বন্দুকযুদ্ধ হয়েছে, তারা অন্তত তিনটি প্রদেশে ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এদিকে গত বৃহস্পতিবার ভোরবেলা জোহানেসবার্গের একটি ভবনে আগুন লেগে কমপক্ষে ৭৪ জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments