Home নির্বাচিত খবর রাজধানীতে আজ বিএনপিসহ ৪২ দলেল গণমিছিল. লক্ষ্য `সরকার পতন’ আন্দোলনের গতি বাড়ানো

রাজধানীতে আজ বিএনপিসহ ৪২ দলেল গণমিছিল. লক্ষ্য `সরকার পতন’ আন্দোলনের গতি বাড়ানো

দখিনের সময় ডেস্ক:
সরকার পতনের একদফা দাবিতে চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে রাজপথে আন্দোলন তীব্র করতে চায় বিএনপি।   এ লক্ষে্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় গণমিছিল করবে বিএনপিসহ সমমনা ৪২টি দল। রাজধানীর একাধিক স্পট থেকে এ গণমিছিল বের করা হবে।
ঘোষণা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ দুটি গণমিছিল হবে; দুটোই দুপুর আড়াইটায় এবং দুটোই একই গন্তব্যে গিয়ে শেষ হবে। উত্তর বিএনপির গণমিছিল রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছবে। অন্যদিকে দক্ষিণের গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসবে। এরপর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
গত ১২ জুলাই সরকারের পতন চেয়ে একদফা আন্দোলন শুরু হয়। আজকের গণমছিল সেই আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে জানান, আমাদের লক্ষ্য গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments