Home শীর্ষ খবর পুলিশের কাছ থেকে আসামি কেড়ে নিয়ে পিটিয়ে হত্যা

পুলিশের কাছ থেকে আসামি কেড়ে নিয়ে পিটিয়ে হত্যা

দখিনের সময় ডেস্ক:
পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ির দরজা ভেঙে এক আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হন থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য। অপহরণের ১৪ দিন পর আসামি নিয়ে অভিযান চালিয়ে অপহৃত কলেজছাত্রের দেহাবশেষ উদ্ধার করে ফেরার পথে এ হামলা চালান নিহত ছাত্রের বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী।  চট্টগ্রামের রাউজানে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল সকালে ওই আসামিকে নিয়ে রাঙামাটির কাউখালী উপজেলার রঙি পাহাড় থেকে অপহৃত শিবলী সাদিক ওরফে হৃদয়ের (১৯) দেহবাশেষ ও কাপড়-চোপড় উদ্ধার করে পুলিশ। গণপিটুনিতে নিহত উমংচিং মারমা (২৬) রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব রঙিপাড়া এলাকার উথোয়ামং মারমার ছেলে। অন্যদিকে নিহত কলেজছাত্র শিবলী সাদিক হৃদয় রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের পিকআপভ্যানচালক মুহাম্মদ শফির ছেলে।
কলেজছাত্রের লাশ উদ্ধারের সময় উপস্থিত এক ব্যক্তি জানান, দুর্গম পাহাড়ের চূড়ায় কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় হৃদয়ের মাথার খুলি, পায়ের দুটি নলা, হাতের একটি নলা, হাত-মুখ বাঁধার রশি উদ্ধার করে পুলিশ। মরদেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ফোনে এ খবর পৌঁছে যায় হৃদয়ের বাড়িতে। উদ্ধারকৃত আলমতসহ আসামিকে নিয়ে থানায় ফেরার পথে বেলা ১১টার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রওশন আল কেরানির বাড়ির কাছে গাছের গুঁড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। হাজারও বিক্ষুব্ধ জনতা লাটিসোটা দিয়ে আঘাত করতে করতে পুলিশের গাড়ির দরজা ভেঙে আসামি উমংচিং মারমাকে বের করে গণপিটুনি দিয়ে হত্যা করে।রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গত রবিবার মামলার ১নং আসামি উমংচিং মারমাকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যমতে ২৫ পুলিশ সদস্য নিয়ে গতকাল ভোরে কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী দলুছড়ি পাহাড়ি এলাকায় অভিযানে যাই। পাহাড় থেকে অপহৃত কলেজছাত্রের দেহাবশেষ উদ্ধার করা হয়।
ফেরার পথে প্রধান আসামিকে দেখে স্থানীয় কয়েকশ উত্তেজিত জনতা ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। ওসি হারুন আরও বলেন, এ সময় আমাদের দুটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

Recent Comments