Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বকশিস না দেওয়ায় হাসপাতালে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা

বকশিস না দেওয়ায় হাসপাতালে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা

দখিনের সময় ডেক্স:

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে বকশিস না দেওয়ায় আহসান হাবিব নামের এক কর্মচারী দ্বারা হেনস্থার শিকার হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রী ও তার পরিবার। গতকাল বুধবার করোনা কেয়ার ইউনিটে (সিসিউ) এ ঘটনা ঘটে। এসময় মুঠোফোনে ভিডিও করলে ওই ছাত্রীর ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন আহসান হাবিব নামের এক ওয়ার্ডবয়।

অভিযুক্ত আহসান হাবিব বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা রোগীদের থেকে প্রতিটি কাজের জন্য টাকা আদায়সহ চরম অসদাচরণের অভিযোগ উঠেছে কর্মচারীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘গত ২৬ এপ্রিল রাত ১১ টার দিকে বাবাকে হৃদরোগের সিসিউ-১ এর বি-১৬ নম্বর বেডে ভর্তি করাই। গেটে ঢুকা থেকে শুরু করে হুইল চেয়ারে ওয়ার্ডে নিয়ে আসা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই কর্মচারীরা চা-নাস্তার নামে টাকা দাবি করেন। গত ২৮ এপ্রিল বাবাকে রিলিজ দেওয়া হলে প্রেসক্রিপসন দেওয়ার নামে তিনজন ওয়ার্ড কর্মচারী টাকা দাবি করেন। টাকা দিতে আপত্তি জানালে হুট করে হাবিব নামে এক কর্মচারী এসে আমাদের ওপর চড়াও হন। এসময় আমি ফোনে ভিডিও করতে চাইলে তিনি মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ’

তবে ঘটনার সঙ্গে জড়িত নয় দাবি করেন আহসান হাবিব। তিনি বলেন, ‘আমরা এ ধরনের আচরণ করতে পারি না। কালকে আমাদের এক স্টাফের সাথে কথা কাটাকাটি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে সমাধান করে দিছে।’ ফোন ছুঁড়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে ভিডিও করতে না করে হয়েছিল। মোবাইলে হাত দেয়া হয় নাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ সব আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ...

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যু

দখিনের সময় ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

ইরানের প্রেসিডেন্টের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যদি...

Recent Comments