Home বিনোদন আয়মান-মুনজেরিনের বিয়ে!

আয়মান-মুনজেরিনের বিয়ে!

দখিনের সময় ডেস্ক:
আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ—তরুণ প্রজন্ম তো বটেই মনোযোগী সব দর্শকের কাছে পরিচিত দুটি মুখ তারা। আর এর মাধ্যমটি হলো ‘টেন মিনিট স্কুল’ নামের অনলাইন প্রতিষ্ঠান। শিক্ষামূলক কনটেন্ট নিয়ে তারা সেখানে প্রায়শই হাজির হন।
শোনা গিয়েছিল তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এবার সেটাই সত্য প্রমাণ করে বিয়ে করতে যাচ্ছেন শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটি শিক্ষক। অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই স্কুলের জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনিজেরিন শহীদ। সম্প্রতি তাঁদের বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে!
কার্ডের সূত্রমতে, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিয়ে–পরবর্তী অনুষ্ঠানের কথা উল্লেখ আছে। আয়মানের ঘনিষ্ঠজনের সূত্রে জানা গেছে, বিয়ে হবে ওই অনুষ্ঠানের আরও কদিন আগে।

তাদের এক ঘনিষ্ঠজন বলেন, ‘কী ঘটতে যাচ্ছে—তা অফিশিয়ালি হয়তো তারাই জানাবে। তবে হ্যাঁ, বিয়ে হয়তো হতে যাচ্ছে শিগগিরই।’ বিষয়টি নিয়ে এখনও পাত্র-পাত্রীর কারও মন্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন।
অনুরাগীরা ফেসুবকে শেয়ার করছেন এ ছবিটিও
অনুরাগীরা ফেসুবকে শেয়ার করছেন এ ছবিটিও
২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ নেন আয়মান সাদিক। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।
চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments