Home খেলাধূলা শ্রীলংকাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপের শিরোপা ভারতের

শ্রীলংকাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপের শিরোপা ভারতের

দখিনের সময় ডেস্ক:
এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকাকে নিয়ে যেন ছেলেখেলা করল ভারত। নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৫০ রানে এদিন অলআউট হয় দ্বীপদেশটি। ৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৭ বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এশিয়া কাপে যা তাদের অষ্টম শিরোপা।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। তবে টসের পরই বৃষ্টি নামে। অবশেষে প্রায় আধাঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হয়। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় লংকানরা। জাসপ্রিত বুমরার করা প্রথম ওভারের তৃতীয় বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন কুশল পেরেরা। তবে লংকানদের ওপর ধ্বংসযজ্ঞ চলে চতুর্থ ওভারে। ওই ওভারে ৪ লংকান ব্যাটারকে ফিরিয়ে দেন পেসার মোহাম্মদ সিরাজ। ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রামা, চারিথ আসালঙ্কা এবং ধনঞ্জায়া ডি সিলভাকে। ষষ্ঠ ওভারে নেন আরও এক উইকেট। এবার বোল্ড করেন লংকান অধিনায়ক দাসুন শানাকাকে। ১২ রানে ৬ উইকেট হারানো শ্রীলংকা সপ্তম উইকেটে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে ৩৩ রানের মাথায় কুশল মেন্ডিসকে সরাসরি বোল্ড করে দাঁড়াতে দেননি সিরাজ। এর পরে চলে হার্দিক পান্ডিয়া শো। লংকানদের শেষের ৩ উইকেট তুলে নেন এই পেসার।
ইনিংস শেষে সিরাজের বোলিং ফিগার, ৭-১-২১-৬। আর পান্ডিয়ার, ২.২-০-৩-৩। তাতে ৩০০ বলের ইনিংসে শ্রীলংকা টিকতে পারে মাত্র ৯২ বল। এর আগে ওয়ানডেতে এক ইনিংসে শ্রীলংকার সর্বনিম্ন রান ছিল ৪৩। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এত কম রানে অলআউট হয়েছিল লংকানরা। এশিয়া কাপেও এটি সর্বনিম্ন দলীয় স্কোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

Recent Comments