Home প্রযুক্তি বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দেখালো রোলস রয়েস

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দেখালো রোলস রয়েস

দখিনের সময় ডেস্ক:
রোলস রয়েস; বর্তমান বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা। তাদের সব গাড়ি যেমন দেখতে অন্যান্য গাড়ির চেয়ে আলাদা তেমনি দামেও এগিয়ে। এবার বিশ্বের সবচেয়ে গাড়ি আনলো রোলস রয়েস। সংস্থার নতুন গাড়ি রোলস রয়েস লা রোস নয়ের ড্রপটেল গাড়িটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। ফ্রান্সের বিরল কালো বাকারা রঙের গোলাপ থেকে অনুপ্রাণিত হয়ে গাড়িটি ডিজাইন করেছে ব্রিটিশ সংস্থাটি। ফ্রান্সের এই কালো গোলাপের একটি বিশেষত্ব রয়েছে। এই ফুলের একটি গাঢ় লক রং রয়েছে। এটি ছায়ায় পড়লে কালো রঙের দেখায়। সেইরকম কিছুটা ডিজাইন রয়েছে রোলস রয়েসের এই বিলাসবহুল চার চাকায়।
সংস্থার কথায় এই গাড়ি হলো একটা গোলাপ ফুল। পেইন্টের পাশাপাশি গাড়ির সরঞ্জামেও রয়েছে বিলাসিতার ছোঁয়া। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের জন্য এই গাড়ি বানিয়েছে রোলস রয়েস। এই গাড়িতে দেওয়া হয়েছে রয়েছে দুটি দরজা এবং দুটি আসন। ১৫০টির বেশি বৈচিত্র্য পরীক্ষা করার পর গাড়ির এক্সটিরিয়র নির্ধারণ করা হয়েছে। গাড়িতে রয়েছে লা টোন-যুক্ত বার্নিশের ৫টি স্তর। এ থেকেই বোঝা যাচ্ছে কতটা মনোযোগ এবং সূক্ষ্ম কারুকার্য দিয়ে বিকাশ করা হয়েছে গাড়িটি।
হাতে তৈরি ১৬০০টির বেশি কাঠের টুকরা রয়েছে গাড়ির ইন্টিরিয়র ডিজাইনে। যা প্রসেস এবং গাড়িতে স্থাপন করতে সময় লেগেছে ২ বছর। প্রায় ৫ বছর ধরে গাড়িটি ডিজাইন করছে রোলস রয়েসের সেরা ইঞ্জিনিয়াররা। গাড়ির ড্যাশবোর্ডে রয়েছে অডমার্স পিগুয়েট রয়্যাল ওয়াক কনসেপ্টের ঘড়ি। গাড়িটিতে রয়েছে পরিবর্তন করা যায় এমন কার্বন ফাইবার এবং ইলেক্ট্রোক্রোমিক হার্ডটপ বা রুফ। এতে দেওয়া হয়েছে ৬.৭৫ লিটার ভি১২ ইঞ্জিন যা ৫৬৩ হর্সপাওয়ার এবং ৮২০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।
এবার আসুন এর দাম জেনে নেওয়া যাক, রোলস রয়েস লা রোস নয়ের ড্রপটেল গাড়িটির দাম রাখা হয়েছে ৩০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩২৮ কোটি টাকা। এর আগে সংস্থার সবচেয়ে দামি গাড়ি ছিল রোলস রয়েস বোট টেল যার দাম ছিল ২৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৯৪ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোপাল কৃষ্ণ দেবনাথ হলেনএলজিইডির প্রধান প্রকৌশলী

দখিনের সময় ডেস্ক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হয়েছেন গোপাল কৃষ্ণ দেবনাথ। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী...

৯ মাসে সড়কে ঝরেছে ৫৫৯৮ প্রাণ, ৮৫ শতাংশ দুর্ঘটনার প্রধান কারণ অতিরিক্ত গতি

দখিনের সময় ডেস্ক: চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৫৯৮ জন। এতে আহত হয়েছেন ৯ হাজার ৬০১ জন। ৮৫...

পেট ব্যথা দূর করার সহজ উপায়

দখিনের সময় ডেস্ক: অতিভোজনে কখনো কখনো দেখা দিতে পারে পেট ব্যথা, বমি, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা। ভুলভাল খাবার খেলে পেট ব্যথা তো হবেই। তবে...

শেখ হাসিনা ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই ফিরবেন: তথ্য উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করার জন্য আর ফিরতে পারবেন না, শুধুমাত্র ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্যই...

Recent Comments