Home প্রযুক্তি স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার

স্যুটকেস আকৃতির ই-স্কুটার হোন্ডার

দখিনের সময় ডেস্ক:
মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয় এবং এটিকে অদ্ভুত বলার কারণ হচ্ছে- এই স্কুটারের আকৃতি একটি স্যুটকেসের মতো। এ স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল। কে বলে গড়পরতা আমেরিকানদের জন্য বৈদ্যুতিক গাড়ি অত্যন্ত ব্যয়বহুল? হোন্ডা মোটর কোম্পানি নিয়ে এবার এসেছে মাত্র ৯৯৫ ডলার মূল্যের একটি বৈদ্যুতিক গাড়ি। না, মোটোকমপ্যাক্টো কোনো ‘কার’ নয়; বরং দেখতে কিছুটা অদ্ভুত, ছোট্ট এক ই-স্কুটার এটি। কলেজ ক্যাম্পাসে বা শহরে ঘুরে বেড়ানোর জন্য সাশ্রয়ী মূল্যের আদর্শ এক বাহন হতে পারে এটি। হোন্ডার এই বৈদ্যুতিক স্কুটারটি দেখার পর যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য!
মোটোকমপ্যাক্টো দেখতে খুবই আকর্ষণীয় এবং এটিকে অদ্ভুত বলার কারণ হচ্ছে- এই স্কুটারের আকৃতি একটি স্যুটকেসের মতো। এ স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল এবং একবার ব্যাটারি চার্জে এটি ১২ মাইল যেতে পারবে বলে জানিয়েছে হোন্ডা। এই স্কুটারে মাত্র সাত সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১৫ মাইল গতিবেগ ওঠানো যাবে বলেও দাবি করেছে কোম্পানিটি। এছাড়াও, বাইরে বেরোনোর সময় চার্জিং কর্ড এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জায়গাও রয়েছে স্যুটকেস আকৃতির এই বাহনের মধ্যে।
আরও মজার ব্যাপার হলো, এই স্কুটারটিকে হোন্ডা কোম্পানির তৈরি সবচেয়ে আকর্ষণীয় একটি বাহন, ১৯৮০’র দশকের হোন্ডা মোটোকম্পোর উত্তরসূরি বলা যায়। এমনকি লাল রঙের সেই ছোট্ট, ফোল্ডিং স্কুটারটিকে একটা হ্যাচব্যাকের ট্রাংকের ভেতরে ঢুকিয়ে রাখা যেত। এরকম একটি স্কুটার তৈরির উদ্দেশ্য ছিল ক্রেতারা যেন স্কুটারকে সুবিধাজনক একটা জায়গায় পার্ক করতে পারেন, আর এই ক্ষুদে বাহনে করে শহরে ঘুরে বেড়াতে পারেন এবং স্কুটার চালিয়ে বাড়ি ফিরতে পারেন।
একইভাবে, মোটোকমপ্যাক্টোর হ্যান্ডলবার, আসন এবং রিয়ার হুইলকেও ভেতরের দিকে ভাঁজ করে ঢুকিয়ে রাখা যায়, যার ফলে স্কুটারটি নিজেই একটা স্যুটকেসের মতো হয়ে ওঠে। হোন্ডা জানিয়েছে- বাহুল্যবর্জিত, আয়তাকার এই স্কুটারটির এরূপ আকৃতির কারণে ব্যবহারকারীরা সহজেই এটিকে গাড়িতে বা কোনো গণপরিবহনে করে নিয়ে যেতে পারবেন। এছাড়াও, মোটোকমপ্যাক্টোতে একটি হাতলও আছে; তবে ৪১.৩ পাউন্ড ওজনের এই বাহনটিকে যে এক হাতে বহন করা সহজ হবে না তা বলাই বাহুল্য।
যখন আপনি এই বাহনটির কথা চিন্তা করবেন, বৈদ্যুতিক স্কুটার এবং বৈদ্যুতিক গাড়ির সমন্বয়ের যৌক্তিকতা রয়েছে- যেহেতু বড় গাড়ির ব্যাটারি প্যাক থেকে ছোট ডিভাইস চার্জ দেওয়া সম্ভব। হোন্ডা কোম্পানি মনে করে, এই মজার বাহনটি ‘ট্রান্সপোর্টেশন-নার্ড’ সম্প্রদায়, অর্থাৎ যারা পরিবহন-সংক্রান্ত সকল বিষয়ে অত্যন্ত উৎসাহী এবং এ সম্পর্কে জ্ঞান রাখেন- তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে। একইসঙ্গে, মোটোকমপ্যাক্টোর আওতায় ব্যাকপ্যাক, হেলমেট এবং পোশাকসহ নানা আনুষঙ্গিক জিনিস বাজারে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের। তাই ‘বৈদ্যুতিক ব্রিফকেসে’ চড়ে ঘুরে বেড়ানো হোক বা না হোক, সর্বত্রই মোটোকমপ্যাক্টোর প্রতিনিধিত্ব করতে পারবেন ভক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments