Home আন্তর্জাতিক কিশোরের ছুরিকাঘাতে স্প্যানিশ স্কুলে আহত ৫

কিশোরের ছুরিকাঘাতে স্প্যানিশ স্কুলে আহত ৫

দখিনের সময় ডেস্ক:
স্পেনের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বৃহস্পতিবার ১৪ বছর বয়সী এক ছাত্র তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশ জানিয়েছে। ওই ছাত্রকে সহপাঠীরা দ্রুত মেজাজের বলে বর্ণনা করেছে। পুলিশের মুখপাত্র আদ্রিয়ান ডোমিনগুয়েজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, জেরেস দে লা ফ্রন্টেরার ওই স্কুলে ক্লাস শুরু হওয়ার পর পরই ওই ছাত্র একাধিকবার ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ডোমিনগুয়েজ বলেছেন, ‘পুলিশ সন্দেহভাজনকে তৃতীয় তলায় শনাক্ত করেছে। তার কাছে থাকা দুটি ছুরি তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে আক্রমণ করতে ব্যবহৃত হয়েছিল।’ সন্দেহভাজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। বেশ কয়েকজন শিক্ষার্থী স্প্যানিশ গণমাধ্যমকে বলেছে, ছুরিকাঘাত করা ছেলেটি প্রায়ই মারামারি করত এবং দ্রুত রেগে যেত। স্প্যানিশ টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, ছুরিকাঘাতের কথা শুনে অভিভাবকরা স্কুলে ছুটে গেছেন।
তারা গেটের বাইরে জড়ো হন। পুলিশ স্কুলটি ঘেরাও করে রেখেছিল। মুখপাত্র আহতদের ক্ষত সম্পর্কে মন্তব্য করতে পারেননি। তবে স্প্যানিশ গণমাধ্যম বলেছে, একজন শিক্ষকের চোখে ছুরিকাঘাতের পর তার অবস্থা গুরুতর ছিল এবং বাকিরা হালকা আঘাত পেয়েছে। এদিকে এ আক্রমণটি স্পেনে শঙ্কা সৃষ্টি করেছে। দেশটিতে সহিংস অপরাধ মোটামুটি বিরল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দখিনের সময় ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ সব আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ...

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যু

দখিনের সময় ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদোল্লাহিয়ানসহ হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট...

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার...

কে ‍এই এব্রাহিম রাইসি

দখিনের সময় ডেস্ক: ইরানে প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির ঘনিষ্ঠ দৃঢ়চেতা ধর্মীয় নেতা। তিনি দেশটির শীর্ষ বিচারপতি এবং তার মতাদর্শ অতি-রক্ষণশীল।...

Recent Comments