Home অন্যান্য নির্বাচিত খবর সমাজটা ভয়ংকর নারী বিদ্বেষী: মিমি  চক্রবর্তী

সমাজটা ভয়ংকর নারী বিদ্বেষী: মিমি  চক্রবর্তী

দখিনের সময় ডেস্ক:
মিমি  চক্রবর্তী সঙ্গে সাংসদ এলাকার গুরুদায়িত্ব কাঁধে। বাংলা টেলিভিশনের পুপে গত এক দশকে টলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। জলপাইগুড়ি থেকে টলিউড হয়ে দিল্লির সংসদ ভবন, মিমির জীবন ছবির চিত্রনাট্যকে হার মানাবে।
তবে সহজ ছিল না এই সফর। মিমির কথায়, ‘আমাদের সমাজটা বড্ড মিসোজিনিস্ট, পুরুষতান্ত্রিক। আমার মতো একজন মেয়ে যে কোনো পুরুষের উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় পথ চলছে, তার সামনে প্রতি মুহূর্তে বাধা আসে।’ সংসদ সদস্য বলেই যে মিমির জীবনে কোনো সমস্যা নেই এমনটা নয়। নায়িকার ধারণা, ‘সমাজটা ভয়ংকর মিসোজিনিস্ট’ অর্থাৎ নারী বিদ্বেষী। আজকাল টলিউডের পার্টিতে আর দেখা যায় না মিমিকে। বরং নিজের বাড়িতেই বন্ধুদের সঙ্গে আড্ডা জমান।
ক্যারিয়ারে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় সিনেমা ‘রক্তবীজ’। এই ছবির সঙ্গে শিবু-নন্দিতা জুটির সঙ্গে হ্যাটট্রিক সেরে ফেললেন মিমি। শুরু হয়েছিল ‘পোস্ত’ দিয়ে, তারপর সেই ছবিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বনাম শাস্ত্রী’। এবার ‘রক্তবীজ’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে মিমিকে দেখা যাবে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্রর ভূমিকায়।
মিমি  চক্রবর্তীর কথায়, এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। নায়িকা বলেন, এখন ঠিক সেই ধরণের চরিত্রই তিনি নির্বাচন করেন যা আগে কখনো করা হয়নি। পর্দায় নিজেকে ভাঙতে চান মিমি। অভিনেত্রী বলেন, ‘এই চরিত্রটার জন্য আমার এমনিতে যেমন হাবভাব সেটাই যথেষ্ট বলেছিলেন শিবুদা।’ ছবিটি মুক্তি পাবে পূজায়। আপাতত প্রচারে ব্যস্ত সবাই।
ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশক থাকার পর মিমির উপলব্ধি, ‘অনুভব করেছি যাদের সঙ্গে পার্টি করছি তাদের সঙ্গে কোনো হৃদয়ের যোগ নেই। তার চেয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো ভালো। অনেক পার্টিতে আমার দমবন্ধ লাগে। সাম্প্রতিক সময়ে ‘বিগ বস সিজন ১৬’, ‘খতরোকে খিলাড়ি’র অফার ফিরিেেয়ন মিমি। যশ দাশগুপ্তর ডেবিউ হিন্দি ছবি ‘ইয়ারিয়াঁ ২’র অডিশন দিয়েও সরে দাঁড়ান। তা নিয়ে বিস্তর আলোচনা। প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন মিমি।
সাক্ষাৎকারে নায়িকা জানান, হিন্দিতে কাজের অফার পেলেই তা গ্রহণ করতে হবে এমনটা ভাবা ভুল। চাচাঁছোলা ভাষায় মিমি বলেন, ‘হিন্দিতে এমন কোনো কাজ করতে চাই না, যেখানে আমার চরিত্রটা মুখ্য নয়। আমি মনে করি, হিন্দিতে পার্শ্ব চরিত্র করলে বাংলায় যারা আমাকে মুখ্য চরিত্র দিচ্ছন, তাদের অসম্মান করা হয়’।
সংসদ সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খুব বেছে বেছে কাজ করেন মিমি। গত পাঁচ বছরে তার রিলিজের সংখ্যা হাতে গোনা। তবে মিমির পূজা রিলিজ মানেই বাড়তি আকর্ষণ। ‘রক্তবীজ’-এর অংশ হওয়ায় সৃজিতের ‘দশম অবতার’-এর অফার ফিরিয়েছিলেন মিমি। এবার সেই ছবিরই মুখোমুখি হবেন বক্স অফিসে। এই সিনেমায় মিমির সঙ্গী আবির চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments