Home বরিশাল বরিশালে গাজাসহ মাদক কর্মকর্তা আটকের ঘটনায় নতুন রহস্য, এখনো ধরা ছোয়ার বাইরে...

বরিশালে গাজাসহ মাদক কর্মকর্তা আটকের ঘটনায় নতুন রহস্য, এখনো ধরা ছোয়ার বাইরে দুই মূলহোতা

স্টাফ রিপোর্টার:
বরিশালে দেড় কেজি গাজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুজন আটকের ঘটনায় নতুন রহস্য উম্মোচিত হয়েছে। সূত্রমতে, মাদক বানিজ্যে দুই চুনোপুটি ঘটনাচক্রে ধরা পড়লেও ধরা ছোয়ার বাইরে রয়েগেছে অন্যতম হোতা ইনসপেক্টর সিদ্দিকুর রহমান এবং আর এক উর্ধতন কর্মকর্তা। উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের বিভাগীয় প্রধান হচ্ছেন পরিতোষ কুমার কুন্ড। তিনি অতিরিক্ত-পরিচালক।
একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশ কয়েকজন নানা অপকর্মে জড়িত রয়েছেন। নিজেদের মাদক বানিজ্য ছাড়াও চাহিদামত অর্থ না দেয়া হলে মাদক দিয়ে মানুষদের হয়রানী করা হয়। উল্লেখ্য, বরিশাল নগরীর পলাশপুর কলোনীর মোহাম্মদপুর নামক স্থানে ২৫ সেপ্টেম্বর ভোরে জনতার হাতে আটক হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ ওবায়দুল্লাহ খান(৪৬) ও সিপাই মোঃ সবুর(২৮)। তাদেরকে জনতা আটক করে মামুন হাওলাদারের ঘেরের পূর্ব পাশে জুলেখা বেগমের রেস্তোরার সামনে এটি বেঞ্চের উপর বসিয়ে রাখে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ অভিযুক্তদের নিজ হেফাজতে নেয়। আটককৃত ১নং আসামী মোঃ ওকবায়দুল্লাগহর খানের ডান হাতে থাকা নেভী ব্লু রং-এর ব্যাগে(অফিস ব্যাগ) সাদা পলিথিনে প্যাঁচানো অবস্থায় ১ কেজি ৪৭০ গ্রাম গাজা পাওয়া গেছে। উল্লখ্য, গাজাসহ আটককৃতরা ইনসপেক্টর সিদ্দিকুর রহমানের টিমের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজনই স্বীকার করেছেন, তারা ওই এলাকার কানা সোহাগ নামে এক মাদক কারবারির কাছে গাঁজার চালান পৌঁছে দিতে গিয়েছিলেন। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিএমপি ‘র কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৬, তারিখ: ২৫-৯-২০২৩। তদন্তকারী কর্মকর্তা ইনসপেক্টর (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনায় আরও কেউ জড়িত আছে কী সে বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
জানাগেছে, ২৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে মটর সাইকেল যোগে দুই ব্যক্তি সন্দেহজনক ভাবে এলাকয় ঘোরাফেরা করছিলো। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তারা তড়িঘড়ি করে চলে যাবার চেষ্টা করে। এ অবস্থায় জনতা তাদেরকে আটক করে পুলিশ ও র্যাককে খবর দেয়। আটকৃকত দুই আসামীর মধ্যে মোঃ ওবায়দুল্লাহর বাড়ি ময়মংসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঘাটুরী গ্রামে এবং মোঃ সবুরের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির নেছারাবাদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments