Home বরিশাল বরিশালে গাজাসহ মাদক কর্মকর্তা আটকের ঘটনায় নতুন রহস্য, এখনো ধরা ছোয়ার বাইরে...

বরিশালে গাজাসহ মাদক কর্মকর্তা আটকের ঘটনায় নতুন রহস্য, এখনো ধরা ছোয়ার বাইরে দুই মূলহোতা

স্টাফ রিপোর্টার:
বরিশালে দেড় কেজি গাজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুজন আটকের ঘটনায় নতুন রহস্য উম্মোচিত হয়েছে। সূত্রমতে, মাদক বানিজ্যে দুই চুনোপুটি ঘটনাচক্রে ধরা পড়লেও ধরা ছোয়ার বাইরে রয়েগেছে অন্যতম হোতা ইনসপেক্টর সিদ্দিকুর রহমান এবং আর এক উর্ধতন কর্মকর্তা। উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের বিভাগীয় প্রধান হচ্ছেন পরিতোষ কুমার কুন্ড। তিনি অতিরিক্ত-পরিচালক।
একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেশ কয়েকজন নানা অপকর্মে জড়িত রয়েছেন। নিজেদের মাদক বানিজ্য ছাড়াও চাহিদামত অর্থ না দেয়া হলে মাদক দিয়ে মানুষদের হয়রানী করা হয়। উল্লেখ্য, বরিশাল নগরীর পলাশপুর কলোনীর মোহাম্মদপুর নামক স্থানে ২৫ সেপ্টেম্বর ভোরে জনতার হাতে আটক হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ ওবায়দুল্লাহ খান(৪৬) ও সিপাই মোঃ সবুর(২৮)। তাদেরকে জনতা আটক করে মামুন হাওলাদারের ঘেরের পূর্ব পাশে জুলেখা বেগমের রেস্তোরার সামনে এটি বেঞ্চের উপর বসিয়ে রাখে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ অভিযুক্তদের নিজ হেফাজতে নেয়। আটককৃত ১নং আসামী মোঃ ওকবায়দুল্লাগহর খানের ডান হাতে থাকা নেভী ব্লু রং-এর ব্যাগে(অফিস ব্যাগ) সাদা পলিথিনে প্যাঁচানো অবস্থায় ১ কেজি ৪৭০ গ্রাম গাজা পাওয়া গেছে। উল্লখ্য, গাজাসহ আটককৃতরা ইনসপেক্টর সিদ্দিকুর রহমানের টিমের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুজনই স্বীকার করেছেন, তারা ওই এলাকার কানা সোহাগ নামে এক মাদক কারবারির কাছে গাঁজার চালান পৌঁছে দিতে গিয়েছিলেন। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিএমপি ‘র কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৬, তারিখ: ২৫-৯-২০২৩। তদন্তকারী কর্মকর্তা ইনসপেক্টর (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনায় আরও কেউ জড়িত আছে কী সে বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
জানাগেছে, ২৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে মটর সাইকেল যোগে দুই ব্যক্তি সন্দেহজনক ভাবে এলাকয় ঘোরাফেরা করছিলো। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তারা তড়িঘড়ি করে চলে যাবার চেষ্টা করে। এ অবস্থায় জনতা তাদেরকে আটক করে পুলিশ ও র্যাককে খবর দেয়। আটকৃকত দুই আসামীর মধ্যে মোঃ ওবায়দুল্লাহর বাড়ি ময়মংসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঘাটুরী গ্রামে এবং মোঃ সবুরের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির নেছারাবাদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments