Home আন্তর্জাতিক চিকিৎসায় নোবেল পেলেন করোনা টিকার দুই বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন করোনা টিকার দুই বিজ্ঞানী

দখিনের সময় ডেস্ক:
করোনাভাইরাসের টিকা আবিষ্কারে বিশেষ অবদান রাখায় ২০২৩ সালে চিকিৎসা খাতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। তারা হলেন অধ্যাপক ক্যাথিলন কারিকো ও অধ্যাপক ড্রিউ ওয়েইসম্যান। আজ সোমবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে ওই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, তাদের উদ্ভাবনী প্রযুক্তি মহামারির আগে পরীক্ষামূলক ছিল। তবে এখন বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রযুক্তিতে তৈরি টিকার সুফল ভোগ করছেন। এমআরএনএ এর এই প্রযুক্তি অন্যান্য রোগের গবেষণাতেও কাজে লাগছে। নোবেল পুরস্কার কমিটি জানায়, আধুনিক সময়ে মানবজাতি যখন স্বাস্থ্য নিয়ে চরম হুমকিতে তখন এই বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন যাতে করে খুব দ্রুত টিকা তৈরি করা সম্ভব হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুজনকেই আজ সকালে টেলিফোন করে নোবেল পুরস্কারপ্রাপ্তির কথা জানানো হয়েছে এবং তারা উচ্ছসিত। এর আগে গত বছর চিকিৎসায় নোবেল পান সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো।প্রতি বছরের মতো এবারও ধারাবাহিকভাবে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিসহ সবশেষ অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরুর পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে শতাধিক বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments