Home লাইফস্টাইল বিশ্বের সফল ব্যক্তিরা ঘুমানোর আগে যা করেন

বিশ্বের সফল ব্যক্তিরা ঘুমানোর আগে যা করেন

দখিনের সময় ডেস্ক:
‘সফল যারা কেমন তারা’ – এরকম একটা কৌতুহল সবার মধ্যেই থাকে। মানুষের তাদের লাইফস্টাইল নিয়ে জানা আগ্রহের কমতি নেই। তারা কী করেন বা কী করলে সফল হওয়া যায়, তা নিয়ে জনসাধারণের আগ্রহের কমতি নেই। বিশ্বের ১৩ জন ব্যক্তি, যারা নিজ নিজ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন, ঘুমাতে যাওয়ার আগে তারা ঠিক কী করেন, তা নিয়েই আজকের আয়োজন-
বিল গেটস: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক ঘণ্টা বই পড়েন। প্রতি সপ্তাহে তিনি একটি নতুন বই সংগ্রহ করেন। তার নিজস্ব একটি বইয়ের তালিকাও রয়েছে। তিনি মনে করেন, এই বইগুলো সবারই পড়া উচিত।
বারাক ওবামা: প্রেসিডেন্ট থাকাকালীন বারাক ওবামা নিয়ম করে ঘুমাতে পারতেন না। তবে এখন তিনি নিয়মিত ঘুমান। গণমাধ্যম রোলিং স্টোনকে বারাক ওবামা জানান, ঘুমাতে যাওয়ার আগে তিনি একটি বই পড়ার চেষ্টা করেন। কখনো মেয়েদের সঙ্গে গল্প করেন। আর সময় পেলে প্রতিদিনকার একটি টেলিভিশন অনুষ্ঠান দেখেন।
মিশেল ওবামা: বারাক ওবামার ঘুমাতে যেতে দেরি হলেও তার আগেই ঘুমাতে যান স্ত্রী মিশেল ওবামা। রাত ১০টা বাজতে না বাজতেই বিছানায় চলে যান তিনি।
মাইকেল ফেলপস: ফেলপস সমুদ্র উচ্চতা থেকে অনেক ওপরে একটি ঘরে ঘুমান, যেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে। এতে তার পেশিতে অক্সিজেন সরবরাহ বাড়ে, যা তাকে আরও কঠোর পরিশ্রম করতে সহায়তা করে।
ইলন মাস্ক: যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক প্রতিদিন আট বোতল ডায়েট কোক এবং দুই কাপ কফি পান করেন। এত পরিমাণ ক্যাফেইনের ফলে তার মস্তিষ্ক অনেক বেশি উত্তেজিত হয়ে থাকে। ফলে তিনি ঘুমাতে যাওয়ার ছয় ঘণ্টা আগে থেকে এসব পান করা থেকে বিরত থাকেন।
স্টিফেন কিং: ভৌতিক এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক স্টিফেন কিংয়ের ঘুমে অনিয়মের অভ্যাস রয়েছে। তিনি বলেন, ঘুমানোর আগে আমি দাঁত ব্রাশ করি, আমার হাত ধুই। কেউ কি ঘুমানোর আগে হাত ধোয়? আমার জানা নেই।
মারায়া ক্যারি: সংগীতশিল্পী মারায়া ক্যারি বলেন, আমি যে রকম চাই, তেমন করে গান গাইতে আমাকে ১৫ ঘণ্টা ঘুমাতে হয়। এই জন্য তার বেডরুমে বেশ কয়েকটি আর্দ্রতা নিয়ন্ত্রণকারী (হিউমিডিফায়ার) যন্ত্র রয়েছে। যা তার ঘরকে উষ্ণ রাখে। যেগুলো গলাব্যথার জন্য ভালো। তিনি বলেন, মূলত, এটা একটা বাষ্পায়িত ঘরে ঘুমানোর মতো।
কেনেথ চেনল: আমেরিকান এক্সপ্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা কেনেথ প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পরবর্তী দিনের কার্যক্রমের একটা তালিকা তৈরি করেন। এমন তিনটি কাজের নাম লিখেন, যা তিনি পরের দিন শেষ করতে চান।
অপেরা উইনফ্রে: একই সঙ্গে ব্যবসা, অভিনয়, নির্মাতা, উপস্থাপনা করে থাকেন অপেরা উইনফ্রে। এত কিছু করতে গিয়ে তাকে নিজের মনোযোগ ও চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। আর তাই তিনি দিনে দুইবার মেডিটেশনে, অর্থাত্‍ গভীর ধ্যানে বসেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও তিনি মেডিটেশন করেন। এমনকি তার নিজের মেডিটেশন অ্যাপও রয়েছে।
শেরিল স্যান্ডবার্গ: ফেসবুক কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ঘুমাতে যাওয়ার আগে নিজের মোবাইল ফোনটি বন্ধ করে ঘুমান। যাতে তার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। তবে এটা খুবই বিপজ্জনক।
আরিয়ানা হাফিংটন: গণমাধ্যম দ্য হাফিংটন পোস্টের সাবেক সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক আরিয়ানা হাফিংটন সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি ঘুমের একটি নিয়ম মেনে চলবেন। অফিসে পড়ে গিয়ে বুকের হাড় ভেঙে যাওয়ার পরেই তিনি এ সিদ্ধান্ত নেন। ঘুমানোর আগে তিনি উষ্ণ গরম জলে স্নান করেন, ঘরের সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে দেন এবং একটি বই পড়েন। আরিয়ানা প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুমিয়ে থাকেন।
গিনেথ প্যালট্রো: জীবনযাপন পদ্ধতিবিষয়ক ওয়েবসাইট ‘গুপে’র প্রতিষ্ঠাতা ও অভিনেত্রী গিনেথ প্যালট্রো ভালো ঘুমের জন্য পরিচ্ছন্ন খাবার খান। হ্যালো ম্যাগাজিনের দেওয়া তথ্যমতে, প্যালট্রো রাত ৮টা থেকে সকাল ৮টায় টিফিন খাওয়া পর্যন্ত না খেয়ে থাকেন। আর ঘুমাতে যাওয়ার আগে মাথা ও পায়ে ম্যাসাজ করান, যাতে ভালো ঘুম হয়।
এমিনেম: র‍্যাপ সংগীতশিল্পী এমিনেম রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ঘরের সব বাতি বন্ধ করে দেন। তবে এতেই ক্ষান্ত হন না। নিজের জানালায় ভারি পর্দা দিয়ে ঢেবে দেন যাতে কোনো আলো প্রবেশ করতে না পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments