Home শীর্ষ খবর সিইসির তোয়াক্কা করেন না ইসি সচিব, করলেন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

সিইসির তোয়াক্কা করেন না ইসি সচিব, করলেন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার

দখিনের সময় ডেস্ক:
নির্বাচন কমিশনারদের কোনো তোয়াক্কাই করছেন না সচিব মো. জাহাংগীর আলম। হরহামেশাই এড়িয়ে যান কমিশনারদের। নিজের মতো করে বাস্তবায়ন করেন সিদ্ধান্ত। এবার সরাসরি সিইসির নির্দেশ অমান্য করলেন তিনি। এমনকি প্রতিনিয়তই গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছেন তিনি। দুর্ব্যবহার করেন কমিশনের কর্মকর্তাদের সঙ্গেও।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। অংশ নেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সভার শুরুতে সাধারণত ছবি নিয়ে থাকেন সাংবাদিকরা। এ দিন ছবি নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ছবি নিতে বাধা প্রদান করেন তিনি।
সভা শেষ হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে তার কক্ষে প্রবেশ করেন সচিব জাহাংগীর আলম। সভার সিদ্ধান্তের বিষয়ে কথা বলার অনুরোধ করলে তিনি কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কক্ষে প্রবেশ করেন। সাংবাদিকদের উপস্থিতিতেই ইন্টারকমে ফোন করে সচিবকে গণমাধ্যমে ব্রিফ করার নির্দেশ দেন সিইসি। সাংবাদিকরাও অপেক্ষা করতে থাকেন। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর আবারো সাংবাদিকরা ইসি সচিবের কাছে যান। বৈঠকের বিষয়ে তাকে ব্রিফ করার কথা বললে, তিনি বলে উঠেন কিসের ব্রিফিং। কোনো ব্রিফিং হবে না। এই বলে চলে যান নিজের কক্ষে। নির্দেশ অমান্য করে ব্রিফিং না করার বিষয়টি সঙ্গে সঙ্গে সিইসিকে জানান তার ব্যক্তিগত সহকারী। জানা গেছে, বিষয়টি নিয়ে সচিবের ওপর বিরক্তি প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে গত ৩১ মে খুলনা মহিলা কলেজে প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে দাঁড়িয়ে সিইসির প্রতি সম্মান প্রদর্শন করেন। কিন্তু ইসি সচিব পায়ের ওপর পা তুলে মোবাইল টিপতে থাকেন। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সচিবের আচরণকে অত্যন্ত অসামাজিক বলে মন্তব্য করেন অনেকেই। এর বাইরেও নানা সময় ইসির কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করার অভিযোগ রয়েছে সচিব জাহাংগীর আলমের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments