Home শীর্ষ খবর বাইডেনের কুকুর কমান্ডারকে বিদায় করল হোয়াইট হাউস, রাখা হয়েছে অজানা জায়গায়

বাইডেনের কুকুর কমান্ডারকে বিদায় করল হোয়াইট হাউস, রাখা হয়েছে অজানা জায়গায়

 দখিনের সময় ডেস্ক:
নিরাপত্তা কর্মীসহ একের পর এক কর্মীকে কামড়ে দেওয়ার জেরে হোয়াইট হাউস থেকে সরানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পোষ্য কুকুর কমান্ডারকে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের এক মুখপাত্র বুধবার বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে হোয়াইট হাউসে দেখা যাচ্ছে না ২ বছর বয়সী জার্মান শেফার্ড জাতের কুকুর কমান্ডারকে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর তাকে হোয়াইট হাউসের লনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল।
এএফপিকে ওই মুখপাত্র বলেছেন, কমান্ডারকে আপাতত ‘অজানা একটি জায়গায়’ রাখা হয়েছে এবং পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে- সে সম্পর্কিত পরিকল্পনা চলছে। কমান্ডারের পূর্বসূরী মেজরের বেলায়ও একই ঘটনা ঘটেছিল। ২০২০ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২১ সালের জানুয়ারি হোয়াইট হাউসে আসেন জো এবং জিল বাইডেন দম্পতি। সে সময় এই দম্পতির পোষ্য কুকুর চ্যাম্পও তাদের সঙ্গে প্রবেশ করে। কিন্তু হোয়াইট হাউসের আসার অল্প কিছুদিনের মধ্যে বার্ধক্যজনিত কারণে মারা যায় ১৩ বছর বয়সী চ্যাম্প। তারপর মেজর নামের একটি কুকুর আসে তাদের পরিবারের সদস্য হয়ে।
হোয়াইট হাউসের আসার কয়েক দিনের মধ্যে একাধিক কর্মীকে কামড়ে দেওয়ায় বাইডেন দম্পতি মেজরকে বাসভবন থেকে সরিয়ে ডেলাওয়্যারে তাদের আত্মীয়-পরিজনদের কাছে পাঠিয়ে দেন। তারপর ওই বছরের ডিসেম্বরে কয়েক মাস বয়সী কুকুরছানা কমান্ডারকে ‘দত্তক’ নেন বাইডেন দম্পতি। কমান্ডারকে আনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার ছবি শেয়ার করে বাইডেন বলেছিলেন, ‘হোয়াইট হাউসে স্বাগতম।’ কিন্তু বয়স যত বাড়ছিল কমান্ডারের, পূর্বসূরী মেজরের মতোই বেপরোয়া হয়ে উঠছিল সে।
হোয়াইট হাউসের নিরাপত্তা বিভাগ যদিও জানিয়েছে—গত দু’ বছরে নিরাপত্তাকর্মীসহ মোট ১১ জন কর্মীকে কামড় দিয়েছে কমান্ডার, কিন্তু বাস্তবে সংখ্যাটি আরও বেশি বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউসের একটি সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আসছে অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল আসছে, অক্টোবরে জেলায় জেলায় হবে কমিটি

দখিনের সময় ডেস্ক: যাদের নেতৃত্বে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই অভ্যুত্থানের নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন।  রাজনৈতিক দল গঠনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী...

এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই: ড. ইউনূসের

দখিনের সময় ডেস্ক: দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেন, এই সরকারের ব্যর্থ...

৬টি পদে সরকারি চাকরি, এসএসসি পাসেই আবেদন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ১১ থেকে ২০ তম গ্রেডে ৮৫ জনকে নিয়োগের জন্য এ...

নতুন ফোন কিনছেন, জেনে নিন এ বিষয়গুলো

দখিনের সময় ডেস্ক: অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করে দেন বা ফোনটি বদলে নেন। পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার সময়...

Recent Comments