দখিনের সময় ডেস্ক:
বৃষ্টির পানিতে রাজশাহী নিমজ্জিত গয়েছে। সড়কে নৌকা চলছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের পরে নগরীর বর্ণালী মোড় এলাকায় মানুষজনকে নৌকায় পারাপার হতে দেখা গেছে। তবে এই নৌকায় এলাকার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও ক্লিনিকের রোগীদের পারাপার করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাত্র ১০০ ফুটের সড়কে যাতায়াতের জন্য নৌকায় চড়তে হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বুধবার(৪ অক্টোবর) রাত ১০টা থেকে রাজশাহীতে অতি ভারী বর্ষণ হয়েছে। ফলে নগরীর নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। একই সঙ্গে তলিয়ে গেছে সড়কগুলো। পানিতে ডুবে থাকা সড়কে চলাচলে বেগ পেতে হচ্ছে নগরীবাসীকে। এছাড়াও বৃষ্টিপাতের ফলে অনেকের বাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে। ফলে শহরের উপশহর, লক্ষ্মীপুর, রাজিব চত্বর, বর্ণালী মোড়, সিপাইপাড়া, সাহেব বাজার তালাইমারী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে সকালের তুলনায় বিকেলের দিকে পানি অনেকটা নেমে গেছে। পানি নামলেও কাটেনি জলাবদ্ধতা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃষ্টির হলেই পানি জমে যায়। এই সড়কের পাশের যে ড্রেনটি আছে, সেই ড্রেনে আশপাশের এলাকার পানি আসে। এলাকার পানি ও আশপাশের পানি এসে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নৌকায় পারাপার হওয়া জয় নামে এক শিক্ষার্থী বলেন, এখানে এসে দেখি পানি জমে আছে। তবে নৌকা চলছে। আমি জানতাম না। নৌকাটি কোচিংয়ের শিক্ষার্থীদের পারাপারের জন্য রাখা হয়েছে। পরে আমি নৌকায় উঠে কোচিংয়ে গেলাম।