Home আন্তর্জাতিক আদানির হাতের পুতুল মোদি!

আদানির হাতের পুতুল মোদি!

দখিনের সময় ডেস্ক:
ভারতে এক অভিনব রাজনৈতিক লড়াই চলছে প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় কংগ্রেসের নেতা–কর্মীদের মধ্যে। সে লড়াই শুধু কথার নয়, পোস্টারেও। বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার বানিয়ে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তেমনই এক পোস্টারে দেখা গেল, প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদি ধনকুবের গৌতম আদানির হাতের পুতুল। কংগ্রেসের এক্স (টুইটারের নতুন নাম) আইডিতে প্রকাশিত মোদির ছবিতে দেখা যায়, দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন মোদি। সেই দুই হাতে বাধা আছে সুতা। সেই সুতা আবার ওপর থেকে দেওয়া। উপরে লেখা আদানি। দেখে মনে হবে, আদানির হাতের পুতুল হলেন মোদি। আদানি যেভাবে চান, সেভাবেই মোদিকে চালাতে পারবেন। মোদি হলেন আদানির ‘পাপেট’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত বৃহস্পতিবার থেকেই এই পোস্টার লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। মোদির একটি ছবি শেয়ার করে কংগ্রেস তাঁকে ‘মিথ্যাবাদী’ উপাধি দেয়। তবে এর কড়া জবাব দেয় বিজেপি, সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ছবি শেয়ার করে। তাতে বলা হয়, রাহুল গান্ধী হচ্ছেন আজকের যুগের রাবণ। শুক্রবার এর জবাবে মোদির পাপেট ছবি শেয়ার করার পর লড়াই আবার শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। সেই ইস্যুই সামনে এনেছে কংগ্রেস।
এবারও বিজেপি জবাব দিয়েছে নিজেদের মতো করে। রাহুল গান্ধীর একটি ছবি শেয়ার করে তাকেও বানানো হয় পাপেট। বিজেপি বলছে, রাহুল হলেন বিদেশিদের হাতের পুতুল। ছবিতে দেখা যায়, রাহুলকে সুতো দিয়ে টানছেন বিলিয়নিয়ার জর্জ সরোস। অভিযোগ রয়েছে, এই সরোস বিভিন্ন দেশের রাজনীতিতে কলকাঠি নাড়েন।এর আগে রাহুলের ‘রাবণ’ ছবি নিয়ে ভারতের বিভিন্ন প্রদেশে রাস্তায় বিক্ষোভ করেছেন কংগ্রেসের সমর্থকেরা। এ সময় তাঁদের বাধা দেয় পুলিশ। রাস্তায় দেওয়া হয় ব্যারিকেড। এতে পুলিশের সঙ্গে কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments