Home প্রযুক্তি এক চার্জেই একটানা ১২ দিন চলবে নকিয়ার এই ফোন

এক চার্জেই একটানা ১২ দিন চলবে নকিয়ার এই ফোন

দখিনের সময় ডেস্ক:
স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই। স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ফিচার ফোনের ব্যবহার। তারপরও এখনো অনেক কোম্পানি তাদের ফিচার ফোন আনছে বাজারে। এবার নোকিয়া নিয়ে এলো নতুন দুটি ফিচার ফোন। এই ফোন দুটি হলো নোকিয়া ১১০ ৪জি এবং নোকিয়া ১১০ ২জি। বাজারে যে কোনো কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে এই ফোন দিয়ে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোন ব্যবহারে আকর্ষিত হয় তার জন্য রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পারপেল রঙের বিকল্প। সঙ্গে থাকছে ৪জি সাপোর্ট।
উভয় হ্যান্ডসেট পলিকার্বোনেট প্লাস্টিক দিয়ে তৈরি। থাকছে ১.৮ ইঞ্চি কিউকিউভিজিএ ডিসপ্লে এবং এস৩০+ অপারেটিং সিস্টেম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে। এর সঙ্গে থাকছে এফএম রেডিও এবং এমপি৩ প্লেয়ার। একটি ফোনে মিলবে ৪জি কানেক্টিভিটি এবং আরেকটি ফোনে ২জি কানেক্টিভিটি। নোকিয়া ১১০ ৪জি এর ব্যাটারি ক্যাপাসিটি ১৪৫০এমএএইচ এবং ১১০ ২জিএর ১০০০এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। সংস্থার দাবি অনুযায়ী, এইচডি ভয়েস কলিং করা যাবে ফিচার ফোনগুলোতে। পাশাপাশি এক চার্জে টানা ১২ দিন ব্যবহার করতে পারবেন।
দুই ফোনই IP52 রেটিং যুক্ত। যা পানি ও ধুলা থেকে ফোন নিরাপদ রাখবে। কানেক্টিভিটির ক্ষেত্রে মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক এবং ব্লুটুথ ৫.০ ভার্সন রয়েছে এতে। মিডনাইট ব্লু ও পারপেল রঙের বিকল্পে কেনা যাবে ৮জি এবং চারকোল ব্ল্যাক এবং ব্লু রঙের বিকল্পে পাবেন ২জি ফোনটি। নোকিয়া ১১০ ৪জির দাম রাখা হয়েছে ভারতে ২ হাজার ৪৯৯ টাকা এবং নোকিয়া ১১০ ২জির দাম ১ হাজার ৬৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ৩ হাজার ২৫০ টাকা ও ২ হাজার ২০০ টাকা। নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরেও কেনা যাবে এই দুই কিপ্যাড ফোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments