Home জাতীয় চীনের নেতৃত্বাধীন আরসিইপিতে যোগদান স্থগিত করেছে বাংলাদেশ

চীনের নেতৃত্বাধীন আরসিইপিতে যোগদান স্থগিত করেছে বাংলাদেশ

দখিনের সময় ডেস্ক:

চীনের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত-বাণিজ্য ব্লক আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) আপাতত যোগ দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ চায় না আসন্ন সাধারণ নির্বাচনের আগে কোনো গ্রুপিং যোগ দিতে। ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা পরবর্তী নির্বাচনের আগে আরসিইপি বা কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছি।’ চলতি বছরের আগস্টে, একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাণিজ্য ব্লকে যোগদানের সুপারিশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল এই ব্লক বা প্লাটফর্ম বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ এবং মোট দেশজ উৎপাদনকে অন্তর্ভুক্ত করে। এতে যোগদানের ফলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি ১৭ শতাংশের বেশি বৃদ্ধি পাবে।
পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য লাভের কথাও বলেছেন। তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ আরসিইপিতে যোগ দিলে অনেক দেশের সাথে স্বয়ংক্রিয়ভাবে অগ্রাধিকারমূলক বাণিজ্য প্রবেশাধিকার পাবে। তবে এখন তিনি বলেছেন, আমরা এখনই প্ল্যাটফর্মে যোগ দিচ্ছি না। এই বছরের শেষের দিকে নির্বাচনের পরে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। বাংলাদেশ প্রথম ২০২২ সালে গ্রুপে যোগদানের আগ্রহ প্রকাশ করে। এর আগে, বাংলাদেশ ব্লকে যোগদানের কোনো আগ্রহ দেখায়নি। ২০২০ সালে, চীন ১০টি আসিয়ানভুক্ত দেশ এবং অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি মুক্ত-বাণিজ্য চুক্তি হিসাবে আরসিইপি শুরু করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments