Home বরিশাল বিসিক-এর প্লট নিয়ে প্রতারণার অভিযোগ, নেপথ্যে এক মাফিয়া

বিসিক-এর প্লট নিয়ে প্রতারণার অভিযোগ, নেপথ্যে এক মাফিয়া

আলম রায়হান:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বরিশালে চলছে নানান অনিয়ম অরাজগতা। এ অবস্থায় প্লট গ্রহিতারা নানানভাবে হয়রানীর শিকার হচ্ছেন। সূত্রমতে, এর সুযোগে শিল্প প্লটগুলো দখল করে নিচ্ছে একটি মাফিয়া চক্র। এই চক্রের কবলে আছে বরিশাল বিসিক-এ একাধিক বিনিয়োগকারী। এদেরই একজন সৈয়দ সাহাদত হোসেন। বিসিক শিল্প নগরীর ৬৭ ও ৭০ নং প্লটে তার প্রতিষ্ঠানের নাম সাহাদাত স্টীল কোং। দুই প্লটে মোট জমির পরিমান ৩৩ হাজার বর্গফুট।
ভুক্তভোগী সৈয়দ সাহাদত হোসেন ২০০৫ সালের ৬ নভেম্বর উল্লেখিত দুই প্লটের লিজ স্বত্ব হস্তান্তরের বিষয়ে রেজিস্ট্রার্ড বায়না চুক্তি করেন। বায়না চুক্তিতে দাতা হচ্ছেন নুরুন্নাহার হাসিনা বেগম, স্বামী মৃত আলহাজ এ. কে. এম মহিউদ্দিন, তাহাসিন সুলতানা, আহম্মদ উল্লাহ ফয়সাল, শাকিলা ও শারমিন। প্রথমজন ব্যতিত সকলের পিতা মৃত আলহাজ এ.কে. মহিউদ্দিন। দাতাদের ঠিকানা কাউনিয়া, বরিশাল। ওই দুই প্লটের সর্বোচ্চ মূল্য ৪ লাখ টাকা নির্ধারণ করা হয় এবং গ্রহিতার কাছ থেকে দাতারা ২ লাখ টাকা গ্রহণ করেন। কয়েক দিন পর ১০ নভেম্বর দাতারা চেকের মাধমে আরো ১ লাখ টাকা গ্রহণ করেন। গ্রহিতা সৈয়দ সাহাদত হোসেন মূল্যবাবদ দাতাদের পাওনা ৩ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকী ১ লাখ টাকা চূড়ান্ত দলিল প্রদানের সময় শোধ করার কথা। এদিকে চুক্তি অনুসারে দাতাদের কাছে বিসিক-এর বকেয়া পাওনা ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন সৈয়দ সাহাদত হোসেন।
গ্রহিতা সৈয়দ সাহাদত হোসেন এবং দাতাদের মধ্যে সম্পন্ন বায়না চুক্তি অনুসারে ৬ মাসের মধ্যে জমির লিজ স্বত্ব হস্তান্তরের চূড়ান্ত দলিল সম্পন্ন করার কথা ছিলো। কিন্তু দাতারা চুক্তি অনুসারে চূড়ান্ত দলিল দিতে ব্যর্থ হন। অথবা এ দলিল না দেবার কৌশল অবলম্বন করেন। এ অবস্থায় বায়না চুক্তি হওয়ার প্রায় ১০ বছর পর ২০১৫ সালের ২৫ মার্চ গ্রহিতা সৈয়দ সাহাদত হোসেনকে বিশেষ ক্ষমতা সম্পন্ন আমমোক্তার নামা (পাওয়ার অফ এটর্নি) প্রদান করেন বায়নায় দাতারা। আমমোক্তার নামায় দাতা হিসেবে পক্ষ হন আহাম্মদ উল্লাহ ফয়সাল ও তাহমিনা সুলতানা। কিন্তু দাতাপক্ষ চুক্তি ভঙ্গ করায় গ্রহিতা সৈয়দ সাহাদত হোসেন চলতি বছর ২০২৩ সালের ২৩ জুলাই আহাম্মদ উল্লাহ ফয়সাল ও তাহমিনা সুলতানাকে উকিল নোটিশ প্রদান করেন। নোটিশ সার্ভকারী আইনজীবি হচ্ছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও বরিশাল জজ কোর্টের এডভোকেড আজাদ রহমান।
কিন্তু এরপরও পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় উকিল নোটিশ প্রদানের তিন মাসের মাথায় চলতি ২০২৩ সালের ২ অক্টোবর গ্রহিতা ভুক্তভোগী সৈয়দ সাহাদত হোসেন ৫ জনকে আসামী করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সি. আর মামলা নং ১২৭/২০২৩। এ মামলায় আসামীরা হচ্ছেন, নূরুন্নাহার হাসিনা বেগম (৬৫), তাহসিন সুলতানা (৪৫), আহম্মদ উল্লাহ ফয়সাল (৪০), শাকিলা (৩৫) ও শারমিন(৩০)। দায়েরকৃত মামলায় বলা হয়, “আসামীগন পরস্পর একদলীয়, বেজাহানী, প্রতারক, পরবিত্ত লোভী ও অসৎ প্রকৃতির লোক বটে। আসামীরা আইন-কানুন-শালীস-মিমাংসার কোন তোয়াক্কাই করেন না। তাদের ভয়ে এলাকার লোকজন প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতারণা পূর্বক অপরের সম্পত্তি আত্মসাৎ করাই আসামীদের নেশা ও পেশা। আসামীগন সকলেই এক পরিবারের লোক বটে।” দায়েরকৃত মামলার বিবরণ অনুসারে, স্বাক্ষিদের ্সামনে আসামীরা বাদী সৈয়দ সাহাদত হোসেনকে খুন জখমের হুমকি দিয়েছেন।
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, এ ঘটনার নেপথ্যে একটি মাফিয়া চক্রে কারসাজী রয়েছে। এই চক্রের কারণে অনেক বিনিয়োগকারী হয়রানীর শিকার হচ্ছেন। এরপরও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। উল্লেখ্য, বিসিসি মেয়র সাদিকের সাথে বিরোধে জড়িয়ে এই মাফিরা প্রধান বেশ আলোচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments