Home Uncategorized নদীর গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না: প্রধানমন্ত্রী

নদীর গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:
নদীর গতিপথ বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাসহ সব উন্নয়ন প্রকল্পে পানি নিষ্কাশন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৮০ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে সরকার প্রধান এসব কথা বলেন। সেই সঙ্গে পুন খননকৃত ৪৩০টি ছোট নদী, খাল ও জলাশয়ের উদ্বোধন এবং পরে ৪র্থ পর্যায়ে আরও ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। শুধু পাড় বাধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে। প্রধানমন্ত্রী জানান, ব্যবসা বাণিজ্য ও পণ্যপরিবহনে নৌ-পথের ব্যবহার বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। নদীদূষণ বন্ধে নৌপথ ভ্রমণে চিপসের প্যাকেট না ফেলতে তাগিদ দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আমরা প্রায় ৪ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছিলাম। এর মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি। সেসময় বিএনপি-জামায়ত জোট সরকার ক্ষমতায় আসে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments