দখিনের সময় ডেস্ক:
১০ ডিসেম্বরের মতো করে আগামী ২৮ অক্টোবরও বিএনপির কর্মসূচী ব্যর্থ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় ধানমন্ডির ৩/এ-তে আজ শুক্রবার সকালে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলে ওবায়দুল কাদের। কাদের বলেন, অসাম্প্রদায়িক সম্পৃতির দেশ, তবে মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ভোটের সময় হিন্দু না হলে চলে না, তারা যখন বিপদে পড়বে আমরা তখন তাদের পাশে থাকবো না এটা হতে পারে না।
বিএনপির নেতা-কর্মীরা সকালে ঘুম থেকে উঠেই মিথ্যাচার শুরু করে জানিয়ে কাদের বলেন, তত্ত্ববধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। এই ব্যবস্থা দেশে প্রয়োগ করার আর উপায় নেই। কুমিল্লার সংসদ সদস্যে বাহাউদ্দিন বাহারের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল জানিয়ে কাদের বলেন, কেউ কোনো কাজ করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান কাদের। গত ১৮ অক্টোবর এক সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলা হয়, শান্তিপূর্ণ এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরু হবে।