Home বরিশাল বরিশালে নারী কর্মীদের মাঝে মেন্সট্রুয়াল হাইজিন কিটস বিতরণ

বরিশালে নারী কর্মীদের মাঝে মেন্সট্রুয়াল হাইজিন কিটস বিতরণ

সাকিব রায়হান বাপ্পি:
“সুইডিশ ইনস্টিটিউট (এসআই)” এর অর্থায়েন, “সুইডিশ ইনস্টিটিউট অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশ” এর তত্ত্বাবধায়নে এবং “স্টেপস্ এহেড” এর সার্বিক সহযোগিতায় আজ আজ শনিবার (২১ অক্টোবর)  বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এ “প্রান্তিক মহিলা গার্মেন্টস কর্মীদের মেন্সট্রুয়াল হাইজিন কিট’স প্রদানের মাধ্যমে লিঙ্গ সমতা গঠন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গার্মেন্টসে মহিলাকর্মীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে স্বচেতনতা বৃদ্ধির লক্ষ্য উক্ত কর্মশালায় একশো (১০০) জন মহিলা কর্মীদের মাসিক স্বাস্থ্যবিধি উপকরণের প্যাকেট প্রদান করা হয়।
উক্ত প্যাকেটের মধ্যে ছিল চারটি পুনরায় ব্যবহারযোগ্য প্যাড, একটি সাবান, দুটো আন্ডারগার্মেন্টস, একটি ওয়াটারপ্রুফ ব্যাগ ও একটি হিডেন হ্যাংগার। এগুলো প্রদানের পূর্বে সুইডিশ ইনস্টিটিউট (এসআই) অ্যালামনাই নেটওয়ার্ক বাংলাদেশ বোর্ডের মেম্বার দিলআফরোজ খানাম তাদের সাথে মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডিশ ইনস্টিটিউট (এসআই) অ্যালামনাই এর পক্ষ থেকেউ মোহাম্মদ মোফাজ্জল সারওয়ার, স্টেপস এহেড এর পক্ষ থেকে ছিলেন গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, বরিশাল এর ডিএমজি মো: আলমগীর কবির, সিনিয়র ম্যানেজার, এডমিন এন্ড এইচআর এফ এম মোস্তাফিজুর রহমান ।
গার্মেন্টস মহিলা কর্মীরা হাইজিন কিট’স পেয়ে অত্যান্ত আনন্দিত। তারা মনে করছেন এধরণের পুনরায় ব্যবহারযোগ্য প্যাড তাদের জন্য বেশ উপকারী । সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এর কর্তৃপক্ষ জানিয়েছেন, এধরণের মেন্সট্রুয়াল হাইজিন কিট’স যদি মহিলা কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় তাহলে তারা ভবিষ্যতে এই সুবিধা নিশ্চিত করবেন তাদের মহিলা কর্মীদের জন্য ।
উল্লেখ্য, এই প্রোগ্রামের সঞ্চলনার দায়িত্বে ছিলেন স্টেপস এহেড এর সেচ্ছাসেবী ফারহানা ইয়াসমিন। প্রায় ২০জন সেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমে এই কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments