Home লাইফস্টাইল ঘরে বসেই চুলের কেরাটিন ট্রিটমেন্ট করার উপায়

ঘরে বসেই চুলের কেরাটিন ট্রিটমেন্ট করার উপায়

দখিনের সময় ডেস্ক:
চুল সুন্দর থাকুক, এটা সবারই চাওয়া। তাইতো চুল ভালো রাখার জন্য নানাজনের নানা প্রচেষ্টা থাকে। কেউ দামী দামী হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনে চুলে ব্যবহার করেন, কেউ আবার একধাপ এগিয়ে সোজা পার্লারে ছোটেন। বর্তমানে চুলের কেরাটিন ট্রিটমেন্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চুলের যত্নে এই ট্রিটমেন্ট নিতে আগ্রহী বেশিরভাগ তরুণীই।
আপনি কি জানেন, চুলের কেরাটিন ট্রিটমেন্ট করানোর জন্য এখন আপর আপনার পার্লারে যাওয়ার প্রয়োজন নেই? বরং ঘরে বসে ঘরোয়া কিছু উপাদানেই করতে পারবেন এই ট্রিটমেন্ট। সেজন্য প্রয়োজন হবে না বাড়তি কোনো খরচও। বাড়িতে থাকা সাধারণ কয়েকটি জিনিস দিয়ে খুব সহজেই করতে পারবেন চুলের কেরাটিন ট্রিটমেন্ট। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে কেরাটিন ট্রিটমেন্ট করার উপায়-
কোন বাড়িতে আর মেপে মেপে রান্না করা হয়? একথা তো ঠিক যে ভাত খাওয়ার পরে কিছু ভাত থেকে যায়, যেগুলোকে আমরা বলি বাসি ভাত। সেই আগের রাতের থেকে যাওয়া ভাত নিয়ে নিন পরিমাণমতো। সেইসঙ্গে নিন দুই চামচ ঘি। এবার তার সঙ্গে মেশান এক চামচ অ্যালোভেরা জেল ও আট চামচ গোলাপ জল। ঘরোয়া উপায়ে আপনার চুলের কেরাটিন ট্রিটমেন্টের জন্য এই উপকরণগুলোই যথেষ্ট। এবার একটি পাত্রে এই উপকরণগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাতে থাকে প্রোটিন ও অ্যামোনিয়া অ্যাসিডের মতো উপকারী উপাদান। এই দুই উপাদান চুলের স্বাস্থ্য ফেরাতে কাজ করে। এর সঙ্গে ঘি যোগ হলে চুলের স্ক্যাল্পও ভালো থাকবে।
চুলের যত্নে গোলাপ জল ব্যবহার করলে তা হেয়ার ফলিকলে পুষ্টি যোগাবে। যে কারণে বন্ধ হবে চুল পড়াও। তবে এসব উপকরণ ব্যবহার করতে হবে সঠিক উপায়ে। নয়তো এগুলো ঠিকভাবে কাজ নাও করতে পারে। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেওয়া পর দেখতে ক্রিমের মতো হবে। এবার সেই মিশ্রণ চুলের গোড়া থাকে আগা এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন ভালো করে। এভাবে রেখে দিতে হবে আধাঘণ্টার মতো। এরপর ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। চুল ভালোভাবে শুকিয়ে নিলেই পরিবর্তনটা টের পাবেন। এভাবে কোনো খরচ ছাড়াই বাড়িতে বসে মাত্র আধা ঘণ্টায় করতে পারবেন ঘরোয়া উপায়ে চুলের কেরাটিন ট্রিটমেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments