Home বরিশাল দক্ষিণাঞ্চলের সব রুটের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ

দক্ষিণাঞ্চলের সব রুটের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ

দখিনের সময় ডেস্ক:
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের সব রুটের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০ টায় এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন। তিনি বলেন, আবহাওয়া অফিস জানিয়েছে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত। এই সংকেতের আওতায় পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও অদূরবর্তী চরসমূহ এই সঙ্কেতের আওতায় থাকবে।
এই কর্মকর্তা বলেন, যদিও বরিশাল নদী বন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেহেতু বরিশাল উপকূলীয় অঞ্চল এজন্য আগাম সতর্কতা অনুসারে নিরাপত্তার জন্য লঞ্চ, নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। বন্ধ রেখেছে বরিশাল, মেহেন্দিগঞ্জ, লাহারহাট, ভোলাসহ অভ্যন্তরীণ রুটের স্পিডবোট চলাচল। তবে খেয়া পারাপার বন্ধে এখনও নির্দেশনা দেওয়া হয়নি। আবহাওয়া অফিসের ১০ নম্বর বুলেটিন অনুসারে বর্তমানে ঘূর্ণিঝড় হামুন পায়রা সমুদ্র বন্দর থেকে ৩১০ কিলোমিটার দূরে রয়েছে। এদিকে হামুন মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments