Home বরিশাল কর্মকর্তাহীন বরিশাল সিটি কর্পোরেশন, ব্যাকডেটে বাণিজ্য চলে ঢাকায়

কর্মকর্তাহীন বরিশাল সিটি কর্পোরেশন, ব্যাকডেটে বাণিজ্য চলে ঢাকায়

আলম রায়হান:
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান দুই কর্মকর্তার পদ এখন শূন্য। ফলে স্থবির হয়ে পড়েছে কর্পোরেশন। জমেছে ফাইলের স্তুপ, বাড়ছে নাগরিক ভোগান্তি। এ সুযোগে বদলীকৃত এক কর্মকর্তা ঢাকায় বানিজ্যের হাট-বাজর বসিয়েছেন। মোটা অংকের উৎকোচ নিয়ে তিনি ব্যাকডেটে বিভিন্ন ফাইলে স্বাক্ষর করছেন। উল্লেখ্য, বরিশালে থাকাকালে ঘুষ ও নারী খোড় হিসেবে এই  কর্মকর্তার কুখ্যাতি ছিলো।
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক এই কর্মকর্তার নানান অনিয়ম দুর্নীতি ওপেনসিক্রেট বিষয়। সূত্র মতে, এ কারণে তাকে  যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়নি। যদিও তার ব্যাচের ১৭৪ জন যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
বরিশাল সিটি কর্পোরেশন(বিসিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ বদলী হয়ে ঢাকায় পাট অধিদফতরে উপ-পরিচালক হিসেবে যোগদান করেছেন। আর শূন্য পদে পদায়ন করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চৌকস উপ-সচিব এস এম মুনীর উদ্দীনকে। জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এ আদেশ জারী করা হয় ৫ অক্টোবর। কিন্তু তিনি তার বদলিকৃত পদে এখন পর্যন্ত যোগদান করেননি।  তিনি সাভারে দুই মাসের ট্রেনিং-এ রয়েছেন। যা শেষ হতে আরো এক মাস সময় লাগবে বলে জানাগেছে। তবে ট্রেনিং শেষ হলেই যে তিনি বরিশালে যোগদান করবেন তার কোন নিশ্চয়তা নেই বলে সূত্র বলছে।  এদিকে  বিসিসি-এর নতুন সচিব মাসুদা আক্তার যোগদান করেন ৩ সেপ্টেম্বর  ছুটিতে গেছেন। তার ছুটি  ২০ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।  এদিকে একটি সূত্র বলছে, ১৫ নভেম্বরের আগে বরিশালে তাঁর যোগদানের সম্ভবনা ক্ষীণ।
প্রধান দুই কর্মকর্তার অনুপস্থিতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক এক কর্মকর্তা রমরমা ঘুষবানিজ্য করছেন। নানান অপকর্মের জন্য সরকারের এই উপ-সচিবের কুখ্যাতি রয়েছে। বরিশালে থাকা অবস্থায় তিনি অনেক  ‘অনপেমেন্টে বান্ধবী’ ম্যান্টেন করতেন। এই বান্ধবীদের সঙ্গে যোগাযোগের জন্য তার পিয়নকে বিধি লংঘন করে মটর বাইক বরাদ্ধ দিয়েছিলেন। পরে তা প্রত্যাহার করেন। তিনি বিভিন্ন ধাপের কর্মকর্তা-কমর্চারীদের বিভিন্ন উছিলায় ঝামেলায় ফেলে টাকার বিনিময়ে আবার ঠিক করে দিতেন। এমনকি এক রাজস্ব কর্মকর্তাকে চাকুরীচ্যুত করে  মোটা অংকের টাকার বিনিময়ে আবার পূনঃবহাল করেছেন। সূত্র বলছে, বরিশাল সিটি কর্পোরেশনের অন্তত ১৬ প্লট বিভিন্ন নামে বরাদ্ধ দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বিসিসির সাবেক এই কর্মকর্তা। এ ক্ষেত্রে দালাল হিসেবে ব্যবহার করেছেন রাজিবুল নামের এক ব্যক্তিকে।
সূত্র বলছে, দুর্নীতির রেকর্ড সৃষ্টি করে গেছেন বিসিসি’র সাবেক এই কর্মকর্তা। এখানেই শেষ নয়। বরিশালে আবাসিক খাতে ৩৬ লাখ টাকা বকেয়া রেখে বরিশাল থেকে একপ্রকার পালিয়েছেন সরকারের এই উপসচিব। এদিকে কেবল বরিশালে থাকাকালে নয়, তিনি অনিয়ম করেছেন বিভিন্ন জেলায়।  সিলেট জেলায় সেটেলমেন্ট কর্মকর্তা থাকাকালে নানান অনিয়মের আভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments