দখিনের সময় ডেস্ক:
রাজনৈতিক দলগুলোর সহিংসতা এবং পূর্ব অভিজ্ঞতা থেকে চালক ও সহকারী চালকদের নিরাপদ রাখতে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রতিটি ট্রেনের চালক ও সহকারী চালকরা নিজেদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে হেলমেট পরে ট্রেন চালাবেন।
উল্লেখ্য, ট্রেনে পাথর মেরে চালককে আহত করার ঘটনা প্রায়ই ঘটে। এ সঙ্গে যুক্ত হয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতা। ২০১৩-১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ও চালকদের নিরাপত্তার জন্য হেলমেট দেওয়া হয়েছিল। এবারও নির্বাচনের রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে। রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি সব চালক ও সহকারী চালকদের জানানো হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার কারণে সকল ট্রেনের চালক ও সহকারী চালক দের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো। বিষয়টি লোকোমাস্টার নোটিশ বুকের মাধ্যমে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের অবহিত করার জন্য বলা হলো।