দখিনের সময় ডেস্ক:
বিএনপিসহ সমমনা দলগুলো দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে অবরোধ শুরু হয়। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় মিরসরাইয়ে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশের সঙ্গে সমন্বয় করেছে বিজিবি।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, রামগড় ও চট্টগ্রাম ব্যাটালিয়ন থেকে দুই প্লাটুন বিজিবি মিরসরাই ও জোরারগঞ্জ থানায় মোতায়েন করা হয়েছে। আগামী ৩ দিনের অবরোধে মহাসড়কে যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার দেশব্যাপী সড়ক, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।