Home শীর্ষ খবর তলেতলে চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোট গ্রহণ ৬ জানুয়ারি  

তলেতলে চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোট গ্রহণ ৬ জানুয়ারি  

দখিনের সময় ডেস্ক:
বিশেন প্রতিনিধি: বিরোধী দলের হরতার-অবরোধ, সরকারী দলের মাঠ দখল, বিদেশী কুটনীতিকদের ছুটাছুটি এবং বিভিন্ন সংস্থার আহবান-বিবৃতির মচ্ছপের সমান্তরালে আর একটি বিষয় তলেতলে চলছে। তা হচ্ছে আগামী সংসদ নির্বাচনের আয়োজন। সূত্র বলছে, আগামী ৬ জানুয়ারী শনিবার ভোগ গ্রহনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তপসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।  তবে ভোট গ্রহনের জন্য ৪ জানুয়ারিও নির্ধারণ করা হতে পারে। এ  লক্ষ্যে ৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে তপসিল ঘোষণা করার জোর সম্ভাবনা রয়েছে বলে জানাগে গেছে।
গণমাধ্যমকে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তপসিল ঘোষণা করে জানুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি রয়েছে। নির্বাচনের প্রস্তুতি অবহিত করার জন্য আগামী শনিবার(৪ নভেম্বর) নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আহ্বান করা হয়েছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নির্বাচনের জন্য পরিস্থিতি অনুকূল হোক, প্রতিকূল হোক, নির্বাচন করতেই হবে। পরিস্থিতি  প্রতিকূল হলে নির্বাচন হবে না—এ ধরনের কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং  (ভুল ধারণা) জনগণের মধ্যে  যেন না থাকে, সে জন্য স্পষ্ট করে বলতে চাই,  নির্ধারিত  সময়ে নির্ধারিত পদ্ধতিতে  নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে ইসির ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, আগামী রবিবার(৫ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সোম অথবা মঙ্গলবার কমিশন সভার বৈঠক আহবান করা হতে পারে। ঐ বৈঠকে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করার পরিকল্পনা আছে। একই সঙ্গে সংসদ ভোটের তপসিল ঘোষণার সময়সূচি জানিয়ে দেওয়া হতে পারে। ৬ জানুয়ারিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রসর হচ্ছে কমিশন। যদিও কমিশনের কারো কারো ৪ জানুয়ারি ভোটের পক্ষে মত রয়েছে। তপসিল ঘোষণার অংশ হিসেবে আসনভিত্তিক ভোটার তালিকার প্রিন্ট কার্যক্রমও প্রায় শেষ হয়েছে। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও চূড়ান্ত হয়ে গেছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের খসড়া তালিকা স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদানের সুযোগ দিতে উৎসাহিত করবে ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments