Home আন্তর্জাতিক মিয়ানমারে একের পর এক ‘রহস্যময় বিস্ফোরণ’

মিয়ানমারে একের পর এক ‘রহস্যময় বিস্ফোরণ’

দখিনের সময় ডেক্স:

মিয়ানমারে গতকাল রোববার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। আয়োজকেরা বলছেন, বিশ্বকে নাড়া দিতেই মিয়ানমারের জনগণ প্রতিবাদী কণ্ঠ তুলেছেন। এদিকে মিয়ানমারে একের পর এক ‘রহস্যময় বিস্ফোরণ’ ঘটছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রপন্থী মানুষ টানা বিক্ষোভ-প্রতিবাদ দেখিয়ে যাচ্ছেন। তিন মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভ-প্রতিবাদ দমনে দেশটির সামরিক জান্তা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে।

মিয়ানমারের সামরিক জান্তার রক্তক্ষয়ী দমনপীড়নে এখন পর্যন্ত ৭৫৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির পর্যবেক্ষক সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এই তথ্য জানিয়েছে। তবে দেশটির সামরিক জান্তা প্রাণহানির এই সংখ্যা স্বীকার করে না।

এ ছাড়া দেশটিতে চলমান বিক্ষোভে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে। সামরিক জান্তার দমনপীড়ন সত্ত্বেও দেশটির গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ-প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
গতকালের কর্মসূচির আয়োজকেরা বলছেন, তাঁরা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিক্ষোভ-প্রতিবাদের আয়োজন করেছেন। মিয়ানমারের জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দিয়ে বিশ্বকে নাড়া দিতেই তাঁদের এই আয়োজন।

ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়। শান রাজ্যে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মান্দালয়ে সাদা পোশাকে থাকা নিরাপত্তা বাহিনীর এক সদস্যের গুলি ছুড়তে উদ্ধত হওয়ার ছবি প্রকাশ করেছে ইরাবতী সংবাদ সাইট। তবে সেখানে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এসব ঘটনার বিষয়ে জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

মিয়ানমারের বিভিন্ন স্থানে ‘রহস্যময়’ বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কে বা কারা এই বিস্ফোরণগুলো ঘটাচ্ছে, তা বোঝা যাচ্ছে না। বিস্ফোরণগুলোর দায় এখন পর্যন্ত কেউ নেয়নি।

মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের গত শনিবারের সন্ধ্যার প্রধান বুলেটিনে বলা হয়, আগের ৩৬ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ১১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অধিকাংশ বিস্ফোরণই ঘটেছে প্রধান শহর ইয়াঙ্গুনে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের তথ্য নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরি, নেবে ৮৫ জন

দখিনের সময় ডেস্ক: কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ছয়টি শূন্য পদে ৮৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকে আবেদন...

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

দখিনের সময় ডেস্ক: প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল...

ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন কেন বন্ধ করল কাওয়াসাকি

দখিনের সময় ডেস্ক: ভারতে আইকনিক নিনজা ৪০০’র উৎপাদন বন্ধ করে দিয়েছে কাওয়াসাকি। বাজারে নিনজা ৫০০ লঞ্চের মাত্র কয়েক মাসের মধ্যেই আইকনিক নিনজা ৪০০-র যুগের অবসান...

Recent Comments