Home জাতীয় শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ঢাকায় আসছে

শ্রম খাতের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ঢাকায় আসছে

দখিনের সময় ডেস্ক:
শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আগামী ১২ নভেম্বর ঢাকা সফরে আসছে। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইইউর প্রতিনিধিদলটি গত জুন-জুলাইয়ের দিকে বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি হয়নি। সম্প্রতি ওই সফরটি করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। ঢাকার দিক থেকেও না করা হয়নি। ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনির নেতৃত্বে প্রতিনিধিদলটি ১২ নভেম্বর ঢাকার আসার কথা রয়েছে। সব মিলিয়ে তারা বাংলাদেশে পাঁচ দিন অবস্থান করবে।
প্রতিনিধিদলের সফরে কোনো বিষয়গুলো আলোচনা হবে? জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, শ্রম সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তারা শ্রম খাতের উন্নয়নে এনআইপি বাস্তবায়নের অগ্রগতি দেখবেন এবং এ বিষয়ে আলোচনা করবেন। প্রতিনিধিদলটি তিনজন সচিবের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে শ্রমসচিব, পররাষ্ট্রসচিব ও বাণিজ্যসচিব। আগামী ১৫ নভেম্বর তিন সচিবের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সফরে তিন সচিব ছাড়াও ইইউর প্রতিনিধিদল আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকায় ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা আন্দোলন করছেন। ঠিক ওই মুহূর্তে ইইউর প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। প্রতিনিধিদলের সফরে সংশ্লিষ্ট বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি অবধারিতভাবে আলোচনায় থাকবে। এর বাহিরে শ্রম আইন পরিস্থিতি, ইপিজেডে শ্রম অধিকার সুরক্ষা, সব ধরনের শিশুশ্রম বিলোপ, শ্রমিকবিরোধী সহিংসতা, নিপীড়ন, শ্রম ইউনিয়নবিরোধী তৎপরতা রোধ, ট্রেড ইউনিয়ন চর্চায় সব ধরনের প্রতিবন্ধকতাসহ আইএলও’র মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments