Home বরিশাল ভাতিজা ভক্তরা ব্যস্ত অবরোধ ঠেকাতে, চাচা অনুসারীরা মরিয়া সাদিক বিরোধিতায়

ভাতিজা ভক্তরা ব্যস্ত অবরোধ ঠেকাতে, চাচা অনুসারীরা মরিয়া সাদিক বিরোধিতায়

আলম রায়হান, অতিথি প্রতিবেদক:
নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব নেবার আগেই তাঁর অনুসারীদের একটি অংশ সাদিক বিরোধিতার বেপরোয় হয়ে উঠেছেন। এমনকি সাদিকের ঘনিষ্ঠ সাবেক কাউন্সিলর রাজিব খানের ব্যানারের উপর নতুন ব্যানার লাগানোর ঘটনাও ঘটেছে নগরীর কেন্দ্র এলাকা কাকলীর মোড়ে। এমনকি খোকন গ্রুপের লোকেরা সাদিকপন্থীদের তালিকাও প্রস্তুত করছে বলে সূত্র জানিয়েছে।
নতুন মেয়রের লাঞ্জু-পাঞ্জুরা মরিয়া সাদিক বিরোধিতা ও তার অনুসারীদের ঠেকাতে। বিপরীতে সাদিক ও তার অনুসারীরা ব্যস্ত বিরোধী দলের অবরোধ কর্মসূচী প্রতিহত করার কাজে। একই সময় বরিশালের আওয়ামী রাজনীতিকে কেন্দ্র করে সাদিক অনুসারীরা নিয়ন্ত্রিত অবস্থায় কৌশলী পথে হাটছেন বলে সূত্র জানিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষরা বলছেন, এই ধারা চলতে থাকলে বরিশালের প্রধান সংবাদে হিসেবে বিবেচিত হতে পারে চাচা-ভাতিজার বিরোধ।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ৮ নভেম্বর স্বজন সংবর্ধনার মধ্যমনি ছিলেন একদিন পর মানে ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়া মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিদায়লগ্নে এ ধরনের সংবর্ধনার দৃষ্টান্ত বিরল। এ অনুষ্ঠানে বরিশালের বিশিষ্টজনরা অংশনেন। রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াসের সভাপতিত্বে গানে-বক্তৃতায় এ অনুষ্ঠান অনন্য হয়ে ওঠে। বক্তাদের মধ্যে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির বলেন, ‘আমরা যেনো চাচা-ভাতিজার মধ্যে বিরোধ সৃষ্টি না করি।’
এস এম জাকিরের এ বক্তব্য গুরুত্বের সঙ্গে নিয়েও অনেকেই মনে করেন, ঘটনা প্রবাহ যে ভাবে অগ্রসর হচ্ছে তাতে চাচা-ভাতিজার বিরোধের খবর নিয়মিত বিষয় হয়ে যেতে পারে। তবে পর্যবেক্ষক মহল মনে করেন, ১২ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ যে মনোভাব দেখিয়েছেন তা অব্যাহ থাকলে হয়তো চাচা-ভাতিজা বিরোধের খবর শীর্ষে নাও থাকতে পারেন। দেখা যাক, শেষতক কি হয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments