Home নির্বাচিত খবর ভাতিজার পর ‘মসনদে’ চাচা হয়নি মুখ দেখা

ভাতিজার পর ‘মসনদে’ চাচা হয়নি মুখ দেখা

দখিনের সময় রিপোর্ট:
ভাতিজার পর বরিশাল নগরপিতার ‘মসনদে’ বসলেন চাচা। কিন্তু হয়নি মুখ দেখা-দেখি। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নেতৃত্বাধীন বর্তমান পরিষদের পাঁচ বছর পূর্ণ হয়েছে ১৩ নভেম্বর। কিন্তু মেয়াদ পূর্তির চারদিন আগেই ৯ নভেম্বর দায়িত্ব থেকে সরে দাড়ান মেয়র সাদিক। ভাতিজার পর ১৪ নভেম্বর বরিশালের নগর পিতার ‘মসনদে’ বসেছেন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ। সূত্র বলছে, হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানেও চাচা-ভাতিজার মুখ দেখাদেখির অনিবার্যতা এড়িয়ে যাবার জন্যই আগেই দায়িত্ব ছাড়তে বলা হয়েছে সেরনিয়াবাত সাদিককে।
এ ঘটনায় বরিশালে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এবং সরকারি কর্মকর্তার কাছ থেকে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। এরমধ্য দিয়ে সেরনিয়াবাত পরিবারে অভ্যন্তরিন বিরোধ দগদগে ঘায়ের মতো দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে। এদিকে নিজনিজ অবস্থান জানান দিতে দুজনই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বরিশালে স্মরণকালের রেকর্ড ভেঙ্গে নগরবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে ৯ নভেম্বর নগরভবন থেকে কালীবাড়ি রোডের বাড়িতে ফিরেছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময়ে সড়কের দুই পাশে নগরবাসী সংবর্ধনা দেয়। এছাড়াও স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠন বিদায় সংবর্ধনার আয়োজন করে। আর পুরো নগরী ব্যানার-তোড়ণে সাজিয়ে বিশাল আয়োজনের অনুষ্ঠানের মাধ্যমে ১৪ নভেম্বর নগর ভবনে প্রবেশ করলেন আবুল খায়ের আব্দুল্লাহ। তবে ভাতিজার তুলনায় চাচার শোডাউন ছিলো ম্রিয়মান।
প্রসঙ্গত, গত ১২ জুন প্রশ্নবিদ্ধ বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments