Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপিত

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ২৫০৫ নাম্বার কক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার এক পর্যায়ে দর্শন, জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতা বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর আগে ১১ টায় দর্শন বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী শোভাযাত্রা অংশগ্রহণ করেন।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের চেয়্যারম্যান সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম এবং সহকারী অধ্যাপক মিতালী ঘোষ।
সভাপতি বক্তব্যে সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি বলেন -আজ বিশ্বদর্শন দিবস। এই দিনটি গোটা দেশ তথা গোটা বিশ্বের দর্শন পরিবারের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন।  বিশ্ব দর্শন দিবস সফল হোক। সবাইকে বিশ্ব দর্শন দিবসের শুভেচ্ছা।
এছাড়াও বক্তব্য দেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেম এবং সহকারী অধ্যাপক মিতালী ঘোষ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দর্শন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী রিয়াদ মোর্শেদ এবং ৫ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইফতিখার আহমেদ। আলোচনাসভা সঞ্চালনায় ছিলেন জোবায়ের হোসেন সানি ও মিলি।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো কর্তৃক ঘোষিত নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার সারা বিশ্বব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্বব্যাপী দর্শন দিবস পালিত হয়। ২০০২ সাল থেকে প্রতিবছর এ দিবস পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments