Home নির্বাচিত খবর ব‌রিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন এমপি পঙ্কজ

ব‌রিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন এমপি পঙ্কজ

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে প্রত্যাখাত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনে করবেন বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পঙ্কজ নাথ বলেন, আ‌মি শুরু থেকেই থেকেই মনোনয়ন সংগ্রহের পক্ষে ছিলাম না। কিন্তু নেতাকর্মীদের কারণে শেষ সময়ে অনলাইনে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা‌রা জানান, ব‌রিশাল  ৪ আসনে দলের মনোনীত প্রার্থীর বাইরে আর কোনো প্রার্থী রাখে‌নি। কোনো কারণে তার প্রার্থীতা বাদ হয়ে গেলে দলের নেতাকর্মীদের অবস্থান কি হবে সেই বিবেচনায় পঙ্কজ নাথ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ‌দিকে এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে। তিনি এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে দলীয় মনোনয়ন হারানোর পরপরই তার অনুসারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের সমর্থকরা। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। পঙ্কজ নাথের অনুসারীদের এলাকা ছাড়া করার অভিযোগও রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ৪০ হাজার ৩৫০ ভোট পেয়ে বিজয়ী হন পঙ্কজ নাথ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নূরুর রহমান জাহাঙ্গীর পেয়েছিলেন ৯ হাজার ১৯ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments