Home নির্বাচিত খবর ব‌রিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন এমপি পঙ্কজ

ব‌রিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন এমপি পঙ্কজ

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে প্রত্যাখাত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনে করবেন বরিশাল ৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পঙ্কজ নাথ বলেন, আ‌মি শুরু থেকেই থেকেই মনোনয়ন সংগ্রহের পক্ষে ছিলাম না। কিন্তু নেতাকর্মীদের কারণে শেষ সময়ে অনলাইনে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা‌রা জানান, ব‌রিশাল  ৪ আসনে দলের মনোনীত প্রার্থীর বাইরে আর কোনো প্রার্থী রাখে‌নি। কোনো কারণে তার প্রার্থীতা বাদ হয়ে গেলে দলের নেতাকর্মীদের অবস্থান কি হবে সেই বিবেচনায় পঙ্কজ নাথ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ‌দিকে এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে। তিনি এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে দলীয় মনোনয়ন হারানোর পরপরই তার অনুসারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের সমর্থকরা। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। পঙ্কজ নাথের অনুসারীদের এলাকা ছাড়া করার অভিযোগও রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২ লাখ ৪০ হাজার ৩৫০ ভোট পেয়ে বিজয়ী হন পঙ্কজ নাথ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নূরুর রহমান জাহাঙ্গীর পেয়েছিলেন ৯ হাজার ১৯ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments