Home খেলাধূলা হাথুরুর বিরুদ্ধে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ, তদন্তে কোয়াব

হাথুরুর বিরুদ্ধে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ, তদন্তে কোয়াব

দখিনের সময় ডেস্ক:
বড় রকমের প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে অন্তত সেমিফাইনাল যাওয়ার লক্ষ্যই ছিল টাইগারদের। তবে ৯ ম্যাচে টাইগাররা যেন ছিল নখদন্তহীন। মাত্র ২ জয় দিয়ে শেষ করেছে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের এমন ভরাডুবিতে স্বাভাবিকভাবেই অসন্তোষ চলছে ক্রিকেট বোর্ডে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর এবার আলোচনায় নতুন ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাংলাদেশের এক ক্রিকেটারকে ‘শারিরীক হেনস্থার’ অভিযোগ উঠেছে খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে।
এ নিয়ে দিন দুয়েক আগে এক সংবাদমাধ্যমে খবর প্রচার হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবি বা ক্রিকেটারদের কেউ মুখ খোলেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কোয়াবের সাধারণ সম্পাদক দেব্রবত পাল আজ (শুক্রবার) গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে আমরা সংশ্লিস্ট খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি। কথা বলে বলে আমরা আমাদের মতো করে অনুসন্ধান করছি। তবে এখন পর্যন্ত আমরা ওই খেলোয়াড়ের (হেনস্থার শিকার) কাছ থেকে কোনো অভিযোগপত্র পাইনি। অভিযোগ না পেলেও যদি ঘটনার সত্যতা থাকে তাহলে কঠোরভাবেই আমরা বিসিবির কাছে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করব।’
গেল বুধবার বিসিবি থেকে তিন বোর্ড পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপ ব্যর্থতা খুঁজতে। তাদের সঙ্গে হাথুরুর এই কর্মকাণ্ড নিয়ে কথা হয়েছে কি না জানতে চাইলে দেবব্রত বলেন, ‘তদন্ত কমিটিতে থাকা কারোর সঙ্গে এখনো এ বিষয়ে কথা হয়নি। এছাড়া অনেক ক্রিকেটারের সাথে কথা হয়েছে তবে কারোর ব্যক্তি নাম বলব না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

Recent Comments